রাজশাহীতে চোর সন্দেহে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা : আটক ৪
- রাজশাহী ব্যুরো
- ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০, আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২১
চোর সন্দেহে রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কারখানা মালিক ও ম্যানেজারসহ চারজনকে আটক করেছে পুলিশ। নগরীর সপুরায় বিসিক শিল্প নগরীর বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুই নির্মাণ শ্রমিকের মধ্যে একজনের নাম রাজু ওরফে রাকিব (৪২) ও অন্যজন রেজাউল করিম ওরফে আতাউর (৪৫)। রাজুর বাড়ি তেরখাদিয়ার ডাবতলা এলাকায়। আর রেজাউলের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার সুখনিয়া গ্রামে। তিনি রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকায় ভাড়া থাকতেন। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, একটি খাদ্য পণ্য প্রস্তুতকারী কোম্পানির মালিকের বাড়িতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নগরীর বিসিক শিল্প এলাকার মডার্ন ফুড নামের কোম্পানির মালিকের বাড়িতে গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। গোপন খবরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ওই বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার দুই নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক নির্মাণশ্রমিক রেজাউলকে মৃত ঘোষণা করেন। আর অপর শ্রমিক রাজুকে ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসার জন্য নেয়ার কয়েক মিনিট পর তারও মৃত্যু হয়।
রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আরেফিন জুয়েল সাংবাদিকদের জানান, ঘটনার পর ওই বাড়ির মালিকসহ চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সপুরা বিসিক মডার্ন ফুড ফ্যাক্টরির মালিক আবদুল মালেক হাজীর ছেলে মোহাম্মদ আবদুল্লাহর কারখানা সংলগ্ন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে চার লাখ টাকা চুরির অভিযোগে ওই দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে রড ও লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। চুরির স্বীকারোক্তি আদায়ে রাত সোয়া ৯টা পর্যন্ত দুই শ্রমিকের ওপর নৃশংস কায়দায় নির্যাতন চলে। তাদের হাত-পায়ের নখ পর্যন্ত তুলে ফেলা হয়। লোমহর্ষক এমন নির্যাতনের পর তাদের অবস্থার ক্রমেই অবনতি হয়।
অন্য দিকে দুই শ্রমিককে উদ্ধারের সময় কারখানা মালিক মো: আবদুল্লাহ (৩৮), তার শ্বশুর মো: মাসুম রেজা (৫০), বাড়ি মালিকের চাচাতো শ্যালক মঈন উদ্দিন রিয়াল (১৯) ও ফ্যাক্টরি ম্যানেজার মো: ইমরানকে (২১) আটক করে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা