চট্টগ্রাম পূর্ব জেলা সম্মেলন সম্পন্ন
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতি দেলাওয়ার হোসেন সাকি। উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আবু তৈয়ব, হাফেজ মাওলানা আবদুল্লাহ তাওহীদ, মুহাম্মদ আবছার উদ্দিন।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সব অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মাওলানা আবদুল হামিদকে সভাপতি, মাওলানা মুহাম্মদ ইউনুছ, হাফেজ মাওলানা জাহেদুল হক ও মাওলানা ওমর ফারুক জিরভীকে সহসভাপতি, মাওলানা আবুল কালামকে সাধারণ সম্পাদক, মাওলানা আবদুর রাজ্জাক রাহমানী, মুহাম্মদ আবছার হোসেনকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মারুফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবু তৈয়বকে প্রশিক্ষণ সম্পাদক, আবদুল আজিজকে অর্থ সম্পাদক, হুমায়ুন কবিরকে প্রচার সম্পাদক, সাইফুল্লাহ খালেদকে দফতর সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান মেহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা