২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কাটিরহাট উচ্চবিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ-৭৪ ব্যাচের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

-

কাটিরহাট উচ্চবিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ-১৯৭৪ ব্যাচের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের সভাপতি আলহাজ অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরীর সভাপতিত্বে আগ্রাবাদস্থ হোটেল ল্যান্ডমার্কে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের যুগ্ম আহ্বায়কদ্বয় প্রফেসর গোলাম কাদের চৌধুরী ও আলী আকবর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউল আলম চৌধুরী, প্রধান বন সংরক্ষক (অব:), সিনিয়র কনসালট্যান্ট, বিশ্ব ব্যাংক প্রকল্প, বন অধিদফতর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমানা শারমিন, কন্ট্রোলার/প্রোগাম ম্যানেজার, বিটিভি, চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ মো: আকতার হোসেন, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ মাহবুব-উল আলম চৌধুরী।
সুচনা বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আলী আকবর চৌধুরী, বক্তব্য রাখেন- প্রফেসর গোলাম কাদের চৌধুরী, আকতার হোসেন, মাহাবুব-উল আলম চৌধুরী, রোমানা শারমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সফিউল আলম চৌধুরী বলেন, ১৯৭৪ ব্যাচের আমরা কয়েকজন বন্ধু মিলে এ সংগঠন প্রতিষ্ঠা করেছি। যার মহৎ উদ্দেশ্য হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা এবং সমাজের জন্য প্রনিধানযোগ্য কিছু করা। সভাপতির বক্তব্যে আলহাজ কাজী মহসীন চৌধুরী বলেন, আমাদের এ সংগঠন প্রায় ২০ বছর অধিককাল আগে গঠিত হলেও ২০২০ সালের শুরুতে এটি আবার নতুনভাবে শুরু হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ১০০ জন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মো: দিদারুল আলম দিদার, এসএম নোমান, মো: আলমগীর, কাজী মো: আমান উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল