২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কদমতলীতে গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ : স্বামীসহ আটক ৪

-

রাজধানীর কদমতলীর শ্যামপুর গ্লাস ফ্যাক্টরি রোডে রাবেয়া (১৮) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাবেয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটকব্যক্তিরা হলেন- স্বামী খাইরুল, শ্বশুর হানিফ গাজী, শাশুড়ি হাসনারা বেগম ও ননদের জামাই কাইয়ুম। ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিহতের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। নিহত রাবেয়ার বাবা শহীদ সরদার জানান, তার মেয়ের সঙ্গে এক বছর আগে সম্পর্ক করে খাইরুলের বিয়ে হয়। বিয়ের পরও তারা তাদের সঙ্গেই থাকত। কিন্তু গত রোজার ঈদে সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য হলে তারা আলাদা বাসায় থাকতে শুরু করে। গতকাল সকালে এক প্রতিবেশীর মাধ্যমে খবর পান মেয়ে অসুস্থ। পরে তাদের বাসায় গিয়ে দেখেন মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন বলে কিছু হয়নি। এ কথা শুনে তিনি চলে যান। পরে সকাল দশটার দিকে অন্য আরেকজনের মাধ্যমে জানতে পারেন মেয়ে মারা গেছে।
পরে কদমতলী থানা পুলিশ খবর পেয়ে ঢাকা মেডিক্যাল থেকে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাইকে আটক করে নিয়ে যায়। তাদের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়।
কদমতলী থানার এসআই সোহেল রানা জানান, খবর পেয়ে তারা ঢাকা মেডিক্যালে যান। পরে নিহত রাবেয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী-শ্বশুর-শাশুড়ি ও ননদের জামাইকে আটক করা হয়।
নিহত রাবেয়ার মা-বাবার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন তাকে গলা টিপে হত্যা করে থাকতে পারে। তিনি বলেন, পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মেয়ের বাবা হানিফ গাজী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


আরো সংবাদ



premium cement
ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস

সকল