০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


টঙ্গীতে টিকাদান কেন্দ্রের ভিড়ে অসুস্থ হয়ে স্কুলছাত্রের মৃত্যু

-

টঙ্গীতে করোনার ভ্যাকসিন নিতে আসা এক স্কুলছাত্র ভিড়ের ভেতর অসুস্থ হয়ে মারা গেছে। নিহতের নাম ফরহাদ হোসেন (১৬)। সে টঙ্গীর এরশাদ নগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিল। সে এরশাদ নগর ৫ নম্বর ব্লকের মোস্তাফার ছেলে। গতকাল বৃহস্পতিবার টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে এসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল টঙ্গী পাইলট স্কুল মাঠে টিকা নিতে তিন সহস্রাধিক শিক্ষার্থী ভিড় জমায়। ভিড়ের মধ্যে দীর্ঘ লাইনে অপেক্ষায় থেকে বেলা পৌনে ২টায় ফরহাদ অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে স্থানীয় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল ও পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ দিকে টিকা নেয়ার পর অসুস্থ হয়ে ফরহাদের মৃত্যু হয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ঘটনাটি ভাইরাল হয়ে যায়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউাদ্দন মিয়া ও টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম জানান, ফরহাদ আগে থেকেই অসুস্থ ছিল। তার হার্টের সমস্যা ছিল। গতকাল কেন্দ্রে টিকা নেয়ার আগেই সে অসুস্থ হয়ে পড়ে।
এ দিকে টঙ্গীতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিভিন্ন কেন্দ্রে হাজার হাজার শিক্ষার্থীর ভিড় ঠেলে টিকা নিতে এসে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। এতে উদ্বিগ্ন অভিভাবকরা টিকাদান কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে সরকারি দলের লুটেরা-ভূমিদস্যুরা : রিজভী টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে : যুক্তরাষ্ট্র হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল বাশার

সকল