২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শিক্ষামন্ত্রীর বক্তব্য মুসলিম জাতিসত্তার জন্য অশনি সঙ্কেত

-

ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনি সঙ্কেত। আমাদের দেশের মাত্র শতকরা ১০ ভাগ ছেলে-মেয়ে মাদরাসায় পড়ে। বাকি ৯০ ভাগ পড়ে স্কুলে। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেয়া হয়, তাহলে তা হবে আমাদের শিক্ষিত যুব সমাজ ও নতুন প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরানোর এবং নাস্তিক কিংবা ভাস্কর্যপূজারি বানানোর গভীর ষড়যন্ত্র।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে গতকাল শনিবার বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মাদরাসা শিক্ষার দ্বীনি স্বকীয়তা রক্ষা ও এবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান।
সংগঠনের কেন্দ্রীয় প্রধান সম্পদক মোস্তফা আল মুজাহিদের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো: জহিরুল ইসলাম। আরো বক্তৃতা করেন অধ্যাপক মাওলানা এরশাদ উল্যাহ ভুঁঞা, অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মো: শওকাত হোসেন, অধ্যক্ষ মো: শওকাত হোসেন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা সুরুজুজ্জামান, কাজী সাইফুদ্দীন, মাওলানা মুহাম্মদ ইসমাঈল ফারুক, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন, মাওলানা আব্দল হামিদ, ড. মাওলানা মুহাম্মদ ইসমাঈল হোসেন, অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, মাওলানা কাজী আবু বকর সিদ্দিক, মাওলানা এ এম এম কামাল উদ্দীন, মোস্তফা বশীরুল হাসান প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement