২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


রাজিবপুরে গভীর রাতে দেবে গেল বাড়ি

-

রাজিবপুরে গভীর রাতে বন্যার পানিতে দেবে গেছে একটি বাড়ি। গত শুক্রবার রাতে চর রাজিবপুর মাঠপাড়া গ্রামের বিধবা মনোয়ার বেগমের পুরো বাড়িটি পানিতে দেবে যায়। অবৈধভাবে ড্রেজারে বালু উঠানোর কারণেই বাড়িটির এ পরিণতি হয়।
মনোয়ারা বেগম জানান, ছেলে পুত্রবধূ নাতি-নাতনীসহ ১১ সদস্যের যৌথ পরিবার ওই ভিটায় বসবাস করতেন। ৯ শতক আয়তনের এ ভিটেমাটিই তাদের একমাত্র সম্বল। তারা অন্যের বাড়িতে কাজকর্ম করে অতি কষ্টে দিন পার করেন। ওই অঞ্চলের প্রভাবশালী ইউপি সদস্য মো: নুরউদ্দিন ওই ভিটে লাগোয়া স্থানে অবৈধভাবে এবং জোর করে ড্রেজার মেশিন বসিয়ে বালু উঠিয়ে বাণিজ্য শুরু করে। ড্রেজার মেশিন বন্ধের জন্য রাজিবপুর উপজেলা নির্র্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও আমলে নেয়নি ওই ইউপি সদস্য। এ দিকে কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে বন্যার পানি ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে। ড্রেজারে বালু উঠানোর কারণে ওই স্থানে এমনিতেই গভীর খাদের সৃষ্টি হয়। বানের পানি প্রবেশের ফলে বসতভিটের নিচ থেকে মাটি সরে যেতে থাকে। ফলে এক সময় বসতভিটেটি আস্তে করে দেবে যায়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ১১ সদস্যের পরিবারটি।

 


আরো সংবাদ



premium cement