২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শোক সংবাদ

-

আ: জব্বার শিকদার
সাবেক ছাত্রনেতা, বরিশাল বি এম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো: জাফর ইমাম সিকদারের পিতা, ময়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আ: জব্বার সিকদার (৮৫) বার্ধক্যজনিত কারণে বুধবার বিকেল ৪টার সময় ঢাকার বেলি রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর তার গ্রামের বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস (অব:) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক এবং দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা।

খলিলুর রহমান খান
বৃহত্তর বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বগুড়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, প্রবীণ রাজনীতিবিদ খলিলুর রহমান খান (৭৫) গত বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর চাচা শ্বশুর। বগুড়া অফিস।

এম এ মুসাব্বীর
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সহ-সভাপতি শাহজাহান কবির রিপনের পিতা ও সেনা সদস্য এম এ মুসাব্বীর (সার্জন অব:) (৭০) বুধবার ভোর ৪টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যাসহ রেখে গেছেন। ওইদিন বাদ আসর সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানাধীন কায়েস্তরাইল উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এম এ মুসাব্বীরের (সার্জন অব:) ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান গতকাল এক শোকবাণী প্রদান করেছেন। তিনি বলেন, এম এ মুসাব্বীর বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে দেশ ও জাতির সেবা করে গেছেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
শোকবাণীতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। বিজ্ঞপ্তি।

মুক্তিযোদ্ধা হাফেজ ইলিয়াস মুন্সী
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধা হাফেজ ইলিয়াস মুন্সী (৭০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার গভীর রাতে আকস্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও দুই মেয়ে রেখে যান।
তিনি দৈনিক নয়া দিগন্তের ভাণ্ডারিয়া প্রতিনিধি মো: মামুন হোসেনের চাচা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া কেন্দ্রীয় কাজী জামে মসজিদ ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর তার জানাজা নামাজ শেষে উপজেলার লক্ষীপুরা গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা


আরো সংবাদ



premium cement

সকল