২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
এসএসসি ও সমমানের ফ

রংপুর বিভাগে সবচেয়ে বেশি পাস দিনাজপুরে

-

এবারের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে দিনাজপুরে।
আর কম পাস করেছে লালমনিরহাটে। গতকাল রোববার প্রকাশিত ফলাফলে এই চিত্র দেখা গেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য মতে এবার বোর্ডটিতে গড়ে পাস করেছে ৮২ দশমিক ৭৩ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে দিনাজপুর জেলায় ৮৪ দশমিক ৮৭ শতাংশ। আর কম পাস করেছে লালমনিরহাটে ৭৭ দশমিক ৮৮ শতাংশ। এ ছাড়াও গাইবান্ধায় ৮৪ দশমিক ৭৪, রংপুরে ৮৩ দশমকি ৪৪, ঠাকুরগাঁওয়ে ৮২ দশমিক ৬৪, পঞ্চগড়ে ৮১ দশমিক ০৫ এবং কুড়িগ্রাম জেলায় ৭৯ দশমকি ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এবার এই বোর্ডে পরীক্ষা দিয়েছিল ১ লাখ ৯১ হাজার ৮১২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৫ জন। আর জিপিএ ফাইভ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। আট জেলায় মোট ২৭১টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে ১২২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করলেও একটি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি।
এবারো শীর্ষে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠান
রংপুর অফিস আরো জানায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার মধ্যে রংপুর মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবারের ফলাফলে ভালো করেছে। এ ছাড়াও মাদরাসা বোর্ডের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ঐতিহ্যবাহী ধাপসাতগড়া কামিল মাদরাসা।
গতকাল রোববার ফলাফল প্রকাশের পর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, পাসের হারের দিক ৮৩ দশমিক ৪৪ শতাংশ পাস করেছে। এর মধ্যে রংপুর ক্যাডেট কলেজ থেকে শতভাগ পাস ও শতভাগ জিপিএ ফাইভ পেয়েছে। এখান থেকে ৫৪ জন পরীক্ষা দিয়ে ৫৬ জনই জিপিএ ফাইভ পেয়েছে। এ ছাড়াও শতভাগ পাসসহ রংপুর জিলা স্কুলে ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন। মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাসসহ ১৩১ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮৮ জন। অন্যদিকে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৫০৯ জন পরীক্ষার্থী দিয়ে পাস করেছে ৫০৭ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩১১ জন। রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৬ জন পাস করেছে আর জিপিএ ৫ পেয়েছে ১৫৫ জন। অন্য দিকে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ৪০০ জন পরীক্ষা দিয়ে ৩৯৫ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৩৮ জন।
এ ছাড়াও এবার মাদরাসা শিক্ষা বোর্ডের মধ্যে রংপুরের ঐতিহ্যবাহী ধাপ সাতগাড়া কামিল মাদরাসা থেকে এবারো শতভাগ পাসসহ ৭৮ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫৪ জন জিপিএ ফাইভ পেয়েছে।

 


আরো সংবাদ



premium cement