১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মোরশেদ খানের লন্ডন যাত্রা

‘যাত্রীর তালিকা আমার কাছে আসে না’

-

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান দম্পতি চার্টার্ড (ভাড়া) ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ ফ্লাইটে দু’জন যাত্রী যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ওই ফ্লাইটের যাত্রী কারা ছিলেন সে বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারছেন না।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে মোরশেদ খান ও তার স্ত্রীকে বহন করা বিদেশী সংস্থার একটি বিশেষ ফ্লাইট (চার্টার্ড) হজরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বলে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম তৌহিদ উল আহসানের সাথে গতকাল শনিবার রাতে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, শুক্রবার বেলা ১টা ২৫ মিনিটে বিদেশী সংস্থার একটি চার্টার্ড ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। ওই ফ্লাইটে যাত্রী ছিলেন দু’জন। দুই যাত্রীর মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, যাত্রী কারা ছিলেন সেটি তো আমার জানা নেই। আমার দায়িত্ব হচ্ছে কোন এয়ারলাইন্সের কোন উড়োজাহাজ (চার্টার্ড) আসছে ও যাচ্ছে সেগুলোর খোঁজ রাখা। যাত্রীর তালিকা আমার কাছে আসে না। তাই এটি আমার জানার কথা না।
শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশনের ওসি এএসপি রেজাউল হকের সাথে এ ব্যাপারে যোগাযোগ করে মোরশেদ খান দম্পতির লন্ডন যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে কুয়েত থেকে তিন শ’ যাত্রী নিয়ে একটি ফ্লাইট নেমেছে। এটি নিয়ে ব্যস্ত আছি। আর শুক্রবার আমার অফ ডে ছিল। তাই এ প্রসঙ্গে কিছু বলতে পারছি না।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল