১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে খুলনার ১০০ আইনজীবীর বিবৃতি

-

মানবিক কারণ ও বয়স বিবেচনায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে খুলনার ১০০ আইনজীবী বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিদাতার অ্যাডভোকেটদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লস্কর শাহ আলম ও মোল্লা বজলুর রহমান, ল ইয়ার্স কাউন্সিল খুলনার সভাপতি শেখ আনছার উদ্দিন, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন হেলাল, আবুল খায়ের, আব্দুল হাকিম, মোস্তাফিজুর রহমান, সরদার ফিরোজ কবির, সরদার আব্দুল জলিল, শেখ মনিরুদ্দিন, রুহুল আমীন সিদ্দিকী, ল ইয়ার্স কাউন্সিল খুলনার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আওছাফুর রহমান, মনিরুল ইসলাম পান্না, আবু ইউসুফ মোল্লা, অর্থ সম্পাদক মহিতুর রহমান কচি, সহঅর্থ সম্পাদক রুহুল আমীন, প্রচার সম্পাদক মহিববুর রহমান, হাসিবুর রহমান, মোহাম্মদ হাসান, আলমগীর হোসেন, শামীমুল ইসলাম, খান লেয়াকত আলী, মোসা: সাখিয়া খানম, খুর্শিদা খানম খুশি, হোসাইন কবির, মুজাহিদুল ইসলাম, লিয়াকত আলী সরদার, মুন্সি হুমায়ুন কবীর, রেজাউল করিম, জাকিরুল ইসলাম, শাহ মো: সুজায়েত হোসেন সুজা, শেখ আব্দুল লতিফ, শেখ আব্দুল জলিল, খান আওছাফুর রহমান লিটন, হানিফ উদ্দিন, আব্দুল মান্নান, স ম আজহারুল ইসলাম, এস এম কামাল, শাহবাজ হোসেন, ইয়াসমিন আরা, কামরুজ্জাহান বেবী, আয়তোন নেছা ইতি, মোসা: নাজমা বেগম, নিগার সুলতানা জানি, কামরুননাহার সুমনা, মুনমুন, শাকিরা খাতুন, নাজমুন, হোসিনা খানম, মমতাহিনা খানম, রানিমা খাতুন, জাহানারা হ্যাপী, রতœা বেগম, মোসা: মরিয়ম, মোসা: রাখি বেগম, মোসা: সেতারা বেগম, খাদিজা খাতুন, লাকী বেগম, পারভীন বেগম, রাণী বেগম, মাসুমা বেগম, আর্নিকা খাতুন, তানিয়া বেগম, হীরা বেগম, হোসনে আরা বেগম, মো: কায়ছার ঠাকুর, এম কে এ খালিকুল্লাহ, হুমায়ুন কবীর, এ বি এম বদরুদ্দোজা, শেখ মকসুদ আলী, হায়দার আলী মোড়ল, জি এম শামছুজ্জামান, মাসুদুর রহমান, এ টি এম রুহুল কুদ্দুস ও মইনুল হক। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল