২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
গ্রেফতার ৩ জনের স্বীকারোক্তি

বগুড়ায় সিএনজি অটোরিকশা ছিনতাই করতেই পিয়ালকে হত্যা

-

বগুড়া সদরের বড় কুমিড়া হিন্দুপাড়াসংলগ্ন কবরস্থানের পাশ থেকে সিএনজিচালিত অটোরিকশাচালক আজগর আলী পিয়ালের অর্ধগলিত লাশ উদ্ধারের পর হত্যার রহস্য উদঘাটন হয়েছে। জেলা পুলিশ তিন দিনের মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া এলাকার দুলু খানের ছেলে মো: রাশেদ (৪০) ও একই এলাকার মৃত জমির শেখের ছেলে মো: হান্নান (৩২) এবং দিনাজপুরের ঘোড়াঘাট থানার নয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে নূরুন্নবী ওরফে মুন্না (২৫)।
হত্যাকাণ্ডে অংশ নেয়া দুইজনই পুলিশের কাছে স্বীকার করেছে যে, অটোরিকশা ছিনিয়ে নিতেই পিয়ালকে হত্যা করে এবং সিএনজিটি একজনের মাধ্যমে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় বিক্রি করে। বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিনে ২১ মার্চ রাতে বগুড়া শহরের চারমাথা থেকে সিএনজি অটোরিকশা নিয়ে গ্রেফতারকৃত দুইজন বড় কুমিড়া হিন্দুপাড়ায় নিয়ে যায়। সেখানে বসে নেশা করার সময় পিয়ালের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে লাশ ফেলে যায়। হত্যার পর সিএনজি অটোরিকশা ঘোড়াঘাট থানায় নিয়ে গিয়ে নূরুন্নবী ওরফে মুন্নার কাছে বিক্রি করে। এরপর ২৮ মার্চ বিকালে লাশটি উদ্ধার হলে নিহতের বাবা মহিদুল ইসলাম খোকা মামলা দায়ের করেন। মামলার বাদিসহ পরিবারের সকলেই অর্ধগলিত লাশটির পরনের কাপড় ও দেহের গড়ন দেখে পিয়ালের লাশ বলে শনাক্ত করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, ৩১ মার্চ বিকেলে গ্রেফতারকৃত দু’জনেই বগুড়ার আদালতে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

 


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত

সকল