২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
শ্রমিক কংগ্রেসের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রমিকদের বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা নির্ধারনসহ ৪ দফা দাবি

-

নারী-পুরুষ শ্রমিকদের বেতন বৈষম্য দূর করতে শ্রমিকদের ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ, নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি নিশ্চিত করা, সব মিল-কারখানায় নারী শ্রমিকদের পৃথক শৌচাগার স্থাপন এবং নারী শ্রমিকদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবির চেয়ারম্যান ছাবের আহাম্মেদ (কাজী ছাব্বীর)। গতকাল নারায়ণগঞ্জের আলমস চাইনিজে এনসিবির অন্যতম সহযোগী সংগঠন শ্রমিক কংগ্রেসের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। কাজী ছাব্বীর অভিযোগ করে বলেন, সরকারের নিয়মনীতি অমান্য করে মালিকরা বিভিন্নভাবে শ্রমিকদের ঠকাচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে সরকারি ছুটির দিনেও ভয়ভীতি দেখিয়ে শ্রমিকদেরকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে।
শ্রমিক কংগ্রেসের সভাপতি জি এস এম সেলিম রেজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন : এনসিবির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মো: আনোয়ার পারভেজ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ঈসা মোহাম্মদ সবুজ (ইসহাক), শ্রমবিষয়ক সম্পদক বজলুর রহমান, শ্রমিক কংগ্রেসের সেক্রেটারি আবদুর রহিম (তারা মিয়া), যুব কংগ্রেসের সভাপতি মহিন আহমেদ, ছাত্র কংগ্রেসের সভাপতি মবিন হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement

সকল