১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ডেমরার আহসানুল হিকমাহ মাদরাসা আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত

-

রাজধানীর ডেমরার আহসানুল হিকমাহ মাদরাসার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার চেয়ারম্যান নেছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে তিলাওয়াত করেন, মিসরের বিশ্বখ্যাত কারি আবদুল বাসিতের ছেলে খ্যাতনামা কারি আবদুল নাসের সাদ আল হারাক আবদুল বাসেত, ইরানের কারি গামেস মুগাদাসি ও ইন্দোনেশিয়ার কারি জুলকারনাইন ফাদরি। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মহিউদ্দিন কাসেম, শায়খ হাফেজ কারি নাজমুল হাসান, কারি মাহবুবুর রহমান, কারি জাকারিয়া, কারি তানভির ত্বকি, কারি আবু রায়হান, হাফেজ কারি মাওলানা মাহফুজুর রহমান, আবদুল্লাহ আল তাকদির, মাওলানা আবুল কাশেম প্রমুখ। বিশিষ্ট শিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, মুফতি আবু বকর। সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের সময় এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। আল্লাহু আকবর ধ্বনিতে চারদিক বারবার মুখরিত হতে থাকে।
অনুষ্ঠানে ছাত্রদের সবক দান করা হয়। বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা মানবজীবনের প্রতিটিক্ষেত্রে অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, একমাত্র কুরআনই পারে মানুষের জীনধারার পরিবর্তন করতে। অশান্ত পৃথিবীতে শান্তি আনতে।


আরো সংবাদ



premium cement