১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সমর্থনে কক্সবাজারে মানববন্ধন প্রকল্প বাস্তবায়নের নামে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে

-

প্রকল্প বাস্তবায়নের নামে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে বেশি। তাই বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রায় ১৫০টির বেশি দেশে আয়োজিত ফ্রাইডে স্ট্রাইক নামে খ্যাত ছাত্রছাত্রীদের ডাকা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কক্সবাজারে মানববন্ধন করেছে কক্সবাজার ইয়ুথ জলবায়ু ফোরাম। গতকাল সকালে কক্সবাজার বিভাগীয় বন বিভাগের অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশে প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জলবায়ু ফোরামের সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, কক্সবাজার উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি আবদুর রহিম, উপজেলা জলবায়ু ফোরামের সহসভাপতি রুহুল কাদের বাবুল, উপজেলা জলবায়ু ফোরামের সদস্য মো: নাসিরউদ্দিন, কামাল উদ্দিন রহমান পিয়ারু, কক্সবাজারের যুব নেতা মিজানুর রহমান বাহাদুর, কক্সবাজার ইয়ুথ জলবায়ু ফোরামের সভাপতি মো: ইলিয়াছ মিয়া, সদস্য আবদুল মান্নান রানা ও রুহুল আমিন এবং বায়তুশ শরফ বিদ্যালয়ের ছাত্রী নিবেদিতা পাল। সমাবেশে অনুষ্ঠান সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মকবুল আহমেদ। সমাবেশে বক্তারা বৈশ্বিক উষ্ণতা কমাতে ও উপকূলের নিম্নাঞ্চল ডুবে যাওয়া থেকে রক্ষা করতে বৃক্ষ ও পাহাড় সংরক্ষণ ও বন বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। বক্তারা বলেন, রাষ্ট্রের উদ্যোগে প্রকল্প বাস্তবায়নের নামে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে বেশি, তা বন্ধ করতে হবে। প্রকৃতি ধ্বংস করে নয়, রক্ষা করেই উন্নয়ন করতে হবে। কক্সবাজার জেলার উপকূলে গড়ে ওঠা প্যারাবন ধ্বংস ও দখল বন্ধ করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। মানববন্ধনে জেলা জলবায়ু ফোরাম সংশ্লিষ্টরা ছাড়াও সমাজের নানা স্তরের মানুষ অংশগ্রহণ করে। বিশ্বব্যাপী এ আন্দোলনের ডাক দেন ১৬ বছর বয়সী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। এ আন্দোলনের জন্য সম্প্রতি তিনি এমনেস্টি ইন্টারন্যাশনাল থেকে পুরস্কার পান।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘বৃক্ষ-পাহাড় রক্ষ করুন, মানুষ ও প্রাণীকুলকে বাঁচান’ শিরোনামে ব্যানার এবং নানা রঙের ফেস্টুন।
সবার কণ্ঠে আওয়াজ ওঠেÑ ‘টেকসই বেড়িবাঁধ দাও, কুতুবদিয়া-মহেশখালীর মানুষকে ডুবে যাওয়া থেকে বাঁচাও’, ‘বন ও পাহাড় ধ্বংস করে প্রকল্প বানানো বন্ধ কর’।
‘মানুষ বাঁচে অক্সিজেনে, বৃক্ষ দেয় সর্বজনে, বৃক্ষহীনে এই ধরিত্রী, উষ্ণ হচ্ছে পর্বত-গিরি, এমন বৃক্ষ কাটছে লোভী ডুববে ভিটা, মরবে সবি’, ‘বৃক্ষ বাঁচাও, তারা তোমাকে বাঁচাবে’, ‘বৃক্ষ বাঁচাও বৈশ্বিক উষ্ণতা দূর কর’, ‘বৃক্ষ বাঁচাও, কার্বন কমাও’, ‘পাহাড় ও বৃক্ষ নিধনকারীদের রুখো’, ‘বৃক্ষ হলো ধরিত্রীর ফুসফুস’, ‘বৃক্ষ প্রাণসমৃদ্ধ, তাদের বাঁচান ও যতœ নিন’, ‘আমাদের বন দরকার, আমাদেরকে বনের লাগে না’, ‘নিজে বাঁচতে চাইলে বনকে বাঁচাও’, ‘বন হলো অক্সিজেনের ফ্যাক্টরি’, ‘বৃক্ষ আনে বৃষ্টি, বৃষ্টি আনে স্বস্তি’, ‘আজকের গাছটি বাঁচাও, তারা কাল তোমাকে বাঁচাবে।’


আরো সংবাদ



premium cement
ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব

সকল