১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


জাতীয় মহিলা পার্টি

সালমা ইসলাম সভানেত্রী নাজমা সাধারণ সম্পাদিকা

-

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে সভানেত্রী, রওশন আরা মান্নান এমপিকে সিনিয়র সহ-সভানেত্রী এবং প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতার এমপিকে সাধারণ সম্পাদিকা করে ২৪১ সদস্যবিশিষ্ট জাতীয় মহিলা পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ কমিটি অনুমোদন করেছেন।
কমিটিতে উপদেষ্টা করা হয়েছেÑ জাপার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও নাসরিন জাহান রতনা এমপি, জাপার ভাইস চেয়ারম্যান শেরিফা কাদের, মেরিনা রহমান, মাহজাবীন মোরশেদ, খুরশীদ আরা হক, শাহানারা বেগম, সৈয়দা পারভীন তারেক, ফরিদা শিকদার, অ্যাডভোকেট লাকী বেগম, হেনা খাঁন পন্নী, রাজিয়া সুলতানা, পারভীন ওসমান, আলেয়া বেগম, অনন্যা হোসেন মৌসুমী, কাজী সুফিয়া বেগম ও সফুরা বেগম।
কমিটির অন্যান্যরা হলেনÑ সহ-সভানেত্রী রিতু নূর, ডা: সেলিমা খাঁন, মাহমুদা রহমান মুন্নী, মনোয়ারা তাহের মানু, আমিনা হাসান, জাহানারা মুকুল, শারমিন পারভীন লিজা, নুরুন নাহার বেগম, শারমীন আক্তার, নিগার সুলতানা রানী, অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, মিনি খাঁন, পারভীন হোসেন, হাসনা হেনা, বিউটি বেগম, জেসমিন নূর বেবী প্রিয়াঙ্কা, শিরিন চৌধুরী, ইয়াসমিন চৌধুরী, তৌফিকুননেছা লাকী, চিনু বেগম ও পারুল সুপারি সুফিয়া। যুগ্ম-সাধারণ সম্পাদিকা জোস্না আক্তার, তাসলিমা আকবর রুনা, লাবনী হাসনা চৌধুরী, মনোয়ারা বেগম ইতি, শামীমা হক, শাহানাজ পারভীন, মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি, লায়লা নূর, সায়মা শাহনাজ পিংকি, সুলতানা রহমান, সাদিয়া ইসলাম সিমি ও নারগিস কামাল, সাংগঠনিক সম্পাদক জোসনা আক্তার (ঢাকা), তাজলিনা আক্তার মনি (চট্টগ্রাম), মনিকা আলম (খুলনা), মাহবুবা বেগম (রাজশাহী), মরিয়ম বেগম (বরিশাল) ও নাহিদা আক্তার (সিলেট), কোষাধ্য অ্যাডভোকেট আলীয়া খাঁন প্রিয়াঙ্কা (অতিঃ দায়িত্বপ্রাপ্ত), প্রচার ও প্রকাশনায় মোমেনা বেগম, দফতরে তাসলিমা আকবর রুনা (অতিঃ দায়িত্বপ্রাপ্ত), সমবায় রিনা বেগম, কৃষি শামীমা সুলতানা, ক্রীড়া সৈয়দা আছিয়া বেবী, সংস্কৃতিক সূরভী আক্তার, তথ্য গবেষণা ফাতেমা খাঁন নিশি, আইন অ্যাডভোকেট আলীয়া খাঁন প্রিয়াঙ্কা, যুব তানিশা তাহের, শিল্প নিগার সুলতানা, পরিবার পরিকল্পনা মিসেস রীলু বেগম, আন্তর্জাতিক ফারহানা আইরিন, এনজিও কবিতা চাকমা, শ্রম ও সমাজকল্যাণ ফেরদৌসি বেগম মালা, সাহিত্য ও কৃষ্টি শিরিন আক্তার, শিা নাছিমা বেগম, যুগ্ম-সাংগঠনিক প্রিয়া আক্তার (চট্টগ্রাম), সিদ্দীকা বেগম (খুলনা), সফুরা বেগম (রাজশাহী), অ্যাডভোকেট নারগিস আক্তার (বরিশাল), শিউলী আক্তার (সিলেট), আফরোজা ইসলাম জেলি (রংপুর) প্রমুখ।


আরো সংবাদ



premium cement
দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়া মুম্বাইয়ের সেই বিলবোর্ডের মালিক গ্রেফতার সনাতনী ধর্মের শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি রাবি ছাত্রলীগ নেতার জামিনের পর যেভাবে প্রচারণা চালাচ্ছেন কেজরিওয়াল কক্সবাজারে চিংড়ি ঘের থেকে ২ জেলের লাশ উদ্ধার, অভিযোগ হত্যার ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী গাজা সীমান্তে মিসরের সামরিক বহর মোতায়েন, উত্তেজনা তুঙ্গে অবসরের আগে ক্রিকেট নিয়ে কোনো অতৃপ্তি রাখতে চান না কোহলি সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত, সিলেট বিভাগে হতে পারে বৃষ্টি ‘চরমপন্থী’ ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা কানাডার নাজিরপুরে বাসচাপায় নিহত যুবলীগকর্মী বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ খেলোয়াড়ের নাম প্রকাশিত

সকল