১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


জমিয়তে তালাবার সাবেক সদস্য পুনর্মিলনী

মাদরাসা শিক্ষার ঐতিহ্য রক্ষার শপথ নিন : ড. মুহাম্মদ ঈসা শাহেদী

-

দেশে এখন মাদরাসা শিক্ষার ঐতিহ্য ও অস্তিত্ব গভীর সঙ্কটের সম্মুখীন। অথচ মাদরাসা শিক্ষার সুবিধাভোগী মহল রয়েছেন উদাসীনতার গভীর ঘুমে। এ অবস্থায় ইসলামী শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র রুখে দাঁড়াতে অতীতের মতো জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রাক্তন ও বর্তমান কর্মীদের শপথ নিতে হবে। মাদরাসা ছাত্রদের শতাব্দীকালের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রাক্তন সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী এ কথা বলেন।
তিনি আরো বলেন, মাওলানা আকরম খাঁ ও মাওলানা মুনিরুজ্জমান ইসলামাবাদীর হাত ধরে প্রতিষ্ঠিত জমিয়তে তালাবা ইতিহাসের সুদীর্ঘ পরিক্রমায় মাদরাসা শিক্ষার উন্নয়ন, ইসলামী বিশ^বিদ্যালয় ও আরবি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দুঃখজনক হলেও সত্য যে, মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় এখন সাধারণ বিশ^বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। যেসব মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে, সেখানে অনার্স-মাস্টার্সের শিক্ষকদের এমপিও ভুক্তি না থাকায় উপযুক্ত শিক্ষক পাওয়া যাচ্ছে না। ফলে প্রতিযোগিতামূলক শিক্ষার বর্তমান যুগে মাদরাসাগুলোতে ছাত্রশূন্যতার হাহাকার চলছে। ইবতেদায়ী মাদরাসাগুলোতে প্রাইমারি স্কুলের মতো সুযোগ-সুবিধা না থাকায় নিচ থেকে ছাত্র জোগাড় হচ্ছে না। অপরিকল্পিতভাবে বিষয়ের বোঝার চাপে মাদরাসাগুলোর দ্বীনি শিক্ষার করুণ অবস্থা চোখে না দেখলে বিশ^াস করা যাবে না।
সম্প্রতি রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রাক্তন তালাবা নেতাদের বক্তব্য রাখেন, অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া, অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, মওলানা মুহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক মওলানা মুহিবুল্লাহ নাসির, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যক্ষ অ্যাডভোকেট মনিরুজ্জামান, অ্যাডভোকেট আবু হানিফ, মাওলানা কাজী সাইফুদ্দীন, মাওলানা সুরুজুজ্জামান, অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, অধ্যাপক মাওলানা মো: কামাল উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।
মাওলানা মাহফুজুর রহমান, ডা: সাখাওয়াত হুসাইন, অ্যাডভোকেট ওয়াজী উল্লাহ তাওহীদ, মাওলানা মাকসুদ উল্লাহ আমিনী, মাওলানা মো: আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা মো: নুরুল হুদা প্রমুখ। বর্তমান নেতাদের মধ্যে কেন্দ্রীয় সভাপতি মো: আব্দুর রহমান, সেক্রেটারি জেনারেল মোস্তফা আল মুজাহিদ, ইবি তালাবার সভাপতি মো: জহিরুল ইসলামও বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন চীন-রাশিয়া সম্পর্ক ‘শান্তির জন্যে সহায়ক’ : শি পাপুলের শ্যালিকা জেসমিন ও কর কর্মকর্তাসহ ৩ জনের নামে দুদকের মামলা ১০৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সিঙ্গাপুরকে ‘নিজেদের মতো করে’ চালাতে চান নতুন প্রধানমন্ত্রী লরেন্স কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু আজ থেকে বাজারে মিলবে চুয়াডাঙ্গার আম গাজায় ইসরাইলি ৫ সেনা সদস্য নিহত অব্যাহত থাকছে তাপপ্রবাহ, বৃষ্টি নামবে কবে ভারতীয় ফুটবল দলকে বিদায় জানাচ্ছেন সুনীল ছেত্রী

সকল