১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সাদেক খানের মৃত্যুবার্ষিকী আজ

-

বিশিষ্ট সাংবাদিক সাদেক খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ সাদেক খান ২১ জুন ১৯৩২ সালে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্র হিসেবে মেধাবী সাদেক খান। ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংগঠনে অন্যদের সাথে মূল ভূমিকায় ছিলেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ছাত্রজীবনে কমিউনিস্ট পার্টির ঢাকা জেলার নেতা ছিলেন। পরে তিনি সাংবাদিকতায় যোগ দেন। ১৯৬৩ সালে চলচ্চিত্র ‘নদী ও নারী’ প্রযোজনা ও পরিচালনা করেন, যা এখনো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত।
২০০২ সালে রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদক লাভ করেন। হলিডের কন্ট্রিবিউটিং এডিটর ছাড়াও তিনি অন্যান্য পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। তিনি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির নায়েক স্পিকার মরহুম বিচারপতি আব্দুল জব্বার খানের এর বড় সন্তান। তার ভাই কবি আবু জাফর ওবায়দুল্লাহ ও সাংবাদিক এনায়েতুল্লাহ খান ইন্তেকাল করেছেন। রাজনীতিক রাশেদ খান মেনন এমপি, মুক্তিযোদ্ধা ব্যবসায়ী শহীদুল্লাহ খান ও রাজনীতিবিদ বোন সেলিমা রহমান নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

 


আরো সংবাদ



premium cement

সকল