১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


কুষ্টিয়ায় কলেজছাত্র হত্যা মামলায় বাবা, মা ও ছেলের যাবজ্জীবন

-

কুষ্টিয়ায় কলেজছাত্র আবদুল গনি তুহিন (২৪) হত্যার দায়ে বাবা, মা ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেনÑ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়ার মেজবার রহমান (৬০), তার স্ত্রী রঞ্জনা খাতুন (৫০) এবং তাদের ছেলে রইচ উদ্দিন (২৮)। তাদের মধ্যে রইচ উদ্দিন পলাতক। অভিযোগ প্রমাণ না হওয়ায় একই মামলার অন্য দুই আসামি আবু সাইদ এবং সেলিম রেজাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, জমিসংক্রান্ত দ্বন্দ্বের জেরে ২০১২ সালের ১ জুন সন্ধ্যায় মেজবার এবং তার শরিকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত কলেজছাত্র আবদুল গনি তুহিন ঠেকাতে গেলে আসামিরা তুহিনকে কুপিয়ে আহত করেন। আহত তুহিনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদাহ গ্রামের সহিদুল মোল্লা বাদি হয়ে মেজবার ও তার স্ত্রী-ছেলে নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরে কুমারখালী থানায় স্থানান্তর করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালে ৮ জানুয়ারি আদালতে ওই পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত ২০১৩ সালের ১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুনানি শুরু করেন। মামলার দীর্ঘ শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে বাবা, মা ও ছেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের এ সাজা দেন আদালত। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি দুই আসামিকে খালাস দেয়া হয়।

 


আরো সংবাদ



premium cement
দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়া মুম্বাইয়ের সেই বিলবোর্ডের মালিক গ্রেফতার সনাতনী ধর্মের শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি রাবি ছাত্রলীগ নেতার জামিনের পর যেভাবে প্রচারণা চালাচ্ছেন কেজরিওয়াল কক্সবাজারে চিংড়ি ঘের থেকে ২ জেলের লাশ উদ্ধার, অভিযোগ হত্যার ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী গাজা সীমান্তে মিসরের সামরিক বহর মোতায়েন, উত্তেজনা তুঙ্গে অবসরের আগে ক্রিকেট নিয়ে কোনো অতৃপ্তি রাখতে চান না কোহলি সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত, সিলেট বিভাগে হতে পারে বৃষ্টি ‘চরমপন্থী’ ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা কানাডার নাজিরপুরে বাসচাপায় নিহত যুবলীগকর্মী বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ খেলোয়াড়ের নাম প্রকাশিত

সকল