২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


দেশীয় এয়ারলাইন্সগুলোর আয়ের তথ্য জানাতে হবে বাংলাদেশ ব্যাংককে

-

দেশে ব্যক্তিমালিকানাধীন বেসরকারি বিমানগুলো রিপোর্টিংয়ের আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিমানগুলোর বৈদেশিক লেনদেনের তথ্য প্রতি মাসে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল এক সার্কুলার জারি করা হয়েছে।
জানা গেছে, দেশে ব্যক্তিমালিকানাধীন তিনটি কোম্পানির বিমান রয়েছে। তারা দেশের অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটেও ফাইট পরিচালনা করে। কোম্পানিগুলো হলো, বাংলাদেশ নভো, ইউএস বাংলা, রিজেন্ট দেশে এবং আন্তর্জাতিক রুটে চলাচল করে। এ ছাড়া ইউনাইটেড এয়ারলাইন্স, পারাবাত ও বিসমিল্লাহ কার্গো লাইসেন্স থাকলেও তাদের কার্যক্রম নেই। দেশের বেসরকারি কোম্পানিগুলোর বিমান আন্তর্জাতিক রুটে চলাচল করে কী পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে তার কোনো তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। আবার আন্তর্জাতিক রুটে চলাচল করতে গিয়ে কী পরিমাণ ব্যয় হয় তারও হিসেব বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। ফলে বেসরকারি কোম্পানিগুলোর আন্তর্জাতিক রুটে বিমানের আয় বৈদেশিক মুদ্রার হিসাবে আসছে না।
এ দিকে বিদেশী কোম্পানিগুলোর বিমানের আয়-ব্যয়ের হিসাব বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। বিদেশী কোম্পানিগুলো তাদের আয়-ব্যয়ের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের কাছে দাখিল করে থাকে।
দেশীয় কোম্পানিগুলো আন্তর্জাতিক রুটে চলাচল করে অর্জিত আয়কে হিসাবের আওতায় আনার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, কোম্পানিগুলোর বৈদেশিক মুদ্রায় আয়-ব্যয়ের হিসাব প্রতি মাসেই বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। নিজেদের মনোনীত একটি শাখার
মাধ্যমেই এই রিপোর্ট দিতে হবে। রিপোর্টের নমুনাকপি সার্কুলারের সাথে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ২২ ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে রইসির হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে, কেউ বেঁচে নেই হোসেনপুরে তীব্র গরমে কদর বেড়েছে তালের শাঁসের ইরানের প্রেসিডেন্টের খোঁজে রাশিয়ার দল, তুরস্কের ড্রোন কঙ্গোর সেনাবাহিনী বলছে তারা রাজধানীতে অভ্যুত্থানের প্রচেষ্টা প্রতিহত করেছে আরাকান আর্মির বুথিডং শহর দখলের দাবি, আতঙ্কিত রোহিঙ্গারা ড্রোন আর মিসাইলের আধুনিক যুদ্ধেও কেন রাশিয়া দেড় শ’ বছরের পুরনো মোর্স কোড ব্যবহার করছে ইব্রাহিম রইসি : যেভাবে উত্থান রইসির হেলিকপ্টারটির সন্ধান পেয়েছে উদ্ধারকারীরা ফের বৃষ্টিতে ভণ্ডুল ম্যাচ, প্লে অফে কেকেআরের মুখোমুখি হায়দরাবাদ

সকল