১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ঢাকায় বিএনপির ঝটিকা মিছিল

-

পাঁচ মাস ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ মিছিলে পুলিশ কর্তৃক বাধা দেয়ার অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে দু’টি ঝটিকা মিছিল করেছে বিএনপি। গতকাল ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপি পৃথকভাবে এই ঝটিকা মিছিল করে। সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির থানা এবং ওয়ার্ডে নতুন কমিটি দেয়া হলেও এর কোনো প্রভাব পড়েনি গতকালের কর্মসূচিতে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চানখাঁরপুল মোড়ে গিয়ে শেষ হয়। মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে মহানগর এবং নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ঢাকা দক্ষিণ বিএনপির এক নেতা জানান, পুলিশ মিছিল থেকে কামরাঙ্গীরচর থানা বিএনপির নেতা রহমত উল্লাহ, মো: তাজুল ইসলাম, শাহবাগ থানার মো: আমিন, কোতোয়ালি থানার শাম্মী ওরফে সেন্টুসহ বিভিন্ন থানার ১৫-১৬ জনকে গ্রেফতার করে। এ সময় শাহবাগের মো: রফিকুল ইসলাম স্বপন, বংশাল থানা মো: মাসুদসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ছাড়া রাজধানীর ভাটারায় আমেরিকান দূতাবাসের বিপরীতে ১০০ ফিট সড়কে মহানগর উত্তর বিএনপির একটি ঝটিকা মিছিল বের হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। নেতাকর্মীরা পালাতে গেলে বাড্ডা থানা বিএনপি নেতা জাহিদসহ চারজনকে গ্রেফতার করে। ছয়জন নেতাকর্মী আহত হন। বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার নিন্দা জানান উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।


আরো সংবাদ



premium cement
ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিক্ষোভ বাড়ছে আগামীকাল বঙ্গোপসাগর এলাকায় শুরু হচ্ছে মাছ শিকারে নিষেধাজ্ঞা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ২টি গ্রামে আরাকান আর্মির হামলা ‘কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি, কোনো বাংলাদেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়নি’ আওয়ামী লীগ পরগাছায় পরিণত হয়েছে : জিএম কাদের গোপনে ইসরাইলে অস্ত্র সরবরাহ, ভারতীয় জাহাজ আটকে দিলো স্পেন বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার কিরগিজস্তানে থাকা আতঙ্কিত বাংলাদেশী শিক্ষার্থীরা দেশে ফিরতে চায় আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে : মোবারক হোসাইন ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী

সকল