০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


অ্যাপেক সম্মেলনে রাশিয়াকে ভালোভাবেই গ্রহণ করবে যুক্তরাষ্ট্র

অ্যাপেক সম্মেলনে রাশিয়াকে ভালোভাবেই গ্রহণ করবে যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

সান ফ্রান্সিসকোতে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে রাশিয়াকে পূর্ণ অংশগ্রহণকারী দেশ হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র।

যদিও ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়াকে একঘরে করার প্রচেষ্টা চালিয়ে আসছে দেশটি। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা রোববার এ কথা জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দেয়া অচিন্তনীয় বিষয়। ফলে উপ-প্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক সম্মেলনে যোগ দিচ্ছেন।

অ্যাপেক শীর্ষ সম্মেলনের দায়িত্ব পাওয়া মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তা ম্যাট মুরে বলেন, প্রতিনিধি দলের প্রধান হিসেবেই তাকে বিবেচনা করা হবে। তিনি সম্মেলনের সকল ইভেন্টেই অংশ নেয়ার সুযোগ পাবেন।

ইউরোপিয় ইউনিয়নসহ বিভিন্ন পাশ্চাত্যের নিষেধাজ্ঞা রয়েছে ওভারচুকের ওপরে। কিন্তু রাশিয়ার অনেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও ওভারচুক এর বাইরে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কে নেই এমন অনেক দেশের নেতাই অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। এর মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও রয়েছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। চলতি বছর তিনি দক্ষিণ আফ্রিকা ও ভারতে সম্মেলনে যোগ দেন। যুক্তরাষ্ট্রের চেয়ে এ দু’টি দেশের সাথে রাশিয়ার ভালো বন্ধুত্ব রয়েছে। এছাড়া চীন সফরও করেন পুতিন।

তবে গত মাসে মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশ্যে স্পষ্টভাবে জানিয়েছে, তারা সানফ্রান্সিসকোতে পুতিনকে স্বাগত জানাবে না।

এর জবাবে রাশিয়া বলেছে, প্রত্যেক অ্যাপেক সদস্যের ওপর প্রতিনিধি নির্বাচনের বিষয়টি নির্ভর করছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement