বিশ্বের মঙ্গলের জন্য আমাদের বন্ধুত্ব জরুরি : বাইডেনকে মোদি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৭
বিশ্বের মঙ্গলের জন্য ভারত এবং আমেরিকার বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর এমনই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার ও রোববার জি-২০ সম্মেলনে যোগ দেবেন তারা।
জি-২০ সম্মেলনের আগে দ্বিপক্ষীয় বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই বৈঠকের পর মোদি জানান, একাধিক বিষয় নিয়ে বাইডেনের সাথে আলোচনা হয়েছে। দু'দেশের সম্পর্ক আরো মজবুত করার জন্য আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মোদি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মোদি বলেন, ‘সাত লোক কল্যাণ মার্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে পেরে আনন্দ বোধ করছি। আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।’
জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় ভারতে আসেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক সারেন। তারপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ বাইডেন লেখেন, ‘হ্যালো দিল্লি। এই বছরের জি২০-র জন্য ভারতে এসে দারুণ লাগছে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস