২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ছেলের চেয়ে বাবা ৬ বছরের ছোট!

মোঃ জামাত আলী - ছবি - সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, চুয়াডাঙ্গায় পাওয়া গেছে এমন এক বাবা ও ছেলেকে যেখানে ছেলের বয়স বাবার থেকে ছয় বছর বেশি।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোঃ জামাত আলীর বয়স ৪৪ বছর। অথচ তার ছেলে মোঃ মনিরুল ইসলামের বয়স ৫০ বছর।

কিন্তু জামাত আলীর প্রকৃত বয়স ৭০ বছর। জাতীয় পরিচয়পত্রে তার বয়স ২৬ বছর কম দেয়া হয়েছে।

এ বিষয়ে জামাত আলী বলেন, ‘জাতীয় পরিচয়পত্রে আমার বয়স কম হওয়ায় বিভিন্ন সময় আমাকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বয়স্ক ভাতার কার্ডসহ সরকারি কোনো সুযোগ-সুবিধাও পাচ্ছি না। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য জীবননগর উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম। তারা বলেন সংশোধন করতে সময় লাগবে।’

জীবননগর উপজেলা নিবার্চন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কামরুল হাসান জানান, ২০০৯ সালের পূর্বে যারা ভোটার হয়েছেন তাদের তথ্যগত ক্রটির কারণে এ সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘ভুক্তভোগী ওই ব্যক্তি তা সংশোধনের জন্য এখন পর্যন্ত কোনো আবেদন করেননি। আবেদন করলে অবশ্যই তা সংশোধন করে দেয়া হবে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement