২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


ভাসানচরে রোহিঙ্গাদের মাঝে কাতার চ্যারিটির খাদ্য বিতরণ

-

ভাসানচরে দ্বিতীয় দফায় প্রায় সাড়ে ৪ হাজার রোহিঙ্গা শরণার্থীর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি।
গত ৪, ৫ ও ৬ এপ্রিল এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে দেয়া হয় চাল, ডাল, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, রসুন, আদা, মসলা, চিড়া, ড্রাই ফিশ ও আলু।

ভাসানচরে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে এবং তাদের তত্ত্বাবধায়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় কাতার চ্যারিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাতার চ্যারিটির কান্ট্রি ম্যানেজার মো: আমিন হাফিজ ওমর বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা নানাবিধ মানবিক সংকটে রয়েছেন। একটি মানবিক দাতব্য সংস্থা হিসেবে কাতার চ্যারিটি রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও খাদ্যবিতরণসহ জরুরি সহায়তামূলক নানা কর্মসূচি অব্যাহত থাকবে।

 


আরো সংবাদ



premium cement