২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এবার গানের তালে তালে নাচলো রোবট

এবার গানের তালে তালে নাচলো রোবট - সংগৃহীত

গানের তালে তালে রোবটের নাচের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে রোবট নির্মাণ প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্স। এরআগে তাদের রোবটগুলোর সিঁডি বেয়ে ওঠা, ঝাঁপাঝাপি করা বা ভারী জিনিসপত্র বহন করার ভিডিও অনলাইনে শেয়ার করলেও এবার জনপ্রিয় গানের তালে নাচের ভিডিও প্রকাশ করেছে তারা।

১৯৬২ সালের ‘দ্য কনটোরস’ নামের জনপ্রিয় এক গানের দলের গাওয়া ‘ডু ইউ লাভ মি’ গানের কোরিওগ্রাফে নাচতে দেখা যায় নতুন ডিজাইনের হিউম্যানয়েড অ্যাটলাস, স্পট দ্য রোবট ডগ এবং বক্স-জাগলিং হ্যান্ডেল নামের রোবটগুলোকে। মঙ্গলবার সন্ধ্যায় ইউটিউবে ২ মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি এ পর্যন্ত ৪ লাখ ৭০ হাজারের বেশি দেখা হয়েছে। রোবটগুলোকে ১৯৬২ সালের একটি একক হিট গানের নাচ অনুসরণ করে নাচতে দেখা যায়।

ভিডিওতে রোবটদের অসাধারণ নাচের ভঙ্গি দেখে অনেকেই মন্তব্য করেছেন। অনেকে বলেন, রোবটরা মানুষের থেকেও বেশি ভালো নাচতে পারে। এমনকি তাদের এ নাচ দেখে স্পেসএক্স এবং ইলেকট্রিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বিস্ময় প্রকাশ করে টুইটারে বলেন, এটা কোন কম্পিউটার-জেনারেটেড ইমেজারি (সিজিআই) নয়!

বোস্টন ডায়নামিক্স ২০০৯ সালে কাজ শুরু করেছিলো। ২০১৩ সালে প্রতিষ্ঠাটি মানুষের মতো দেখতে অ্যাটলাস এবং ২০১৫ সালে স্পট ক্লাসিক রোবট নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো। ফার্মটি বাণিজ্যিকভাবে একেবারে জীবন্ত, শক্তিশালী মজবুত রোবট নির্মাণের ডিজাইন তৈরিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

যাই হোক সাধারণ গবেষণাতে রোবটগুলোকে মজবুত, নমনীয় এবং তাদের নিজ দুই বা চার পায়ে দাঁড়াতে সক্ষমতার দিকগুলোকে দেখানো হয়। তবে সর্বশেষ এই গানের ভিডিওতে রোবটিক ফার্মটি তাদের নববর্ষের উৎসব উদযাপনের দিকটি দেখিয়েছে। ইউটিউবের ভিডিও ক্যাপশনে তারা জানায়, আমাদের পুরো ক্রুরা মিলে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে মেতেছি। আশা করি এ বছরটা অনেক আনন্দের হবে এবং বোস্টন ডায়ানামিক্সের পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। তাদের মতে, অ্যাটলাস হলো একটি উচ্চ গতিসম্পন্ন একটি হিউম্যানয়েড রোবট- যেটা কঠিন পরিস্থিতির জন্য ডিজাইন করা হয়েছে। এই রোবটটি ৪ ফুট ৯ ইঞ্চি লম্বা এবং ১৬৫ পাউন্ডের বেশি ভারী। এটি দুই পায়ে হাঁটে এবং এর হাত দুটো যেকোন জিনিস তুলতে ও বহন করতে সক্ষম।
সূত্র : ডেইলি মেইল

ভিডিও দেখতে ক্লিক করুন


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ

সকল