০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


করোনার কারণে স্থগিত করা হলো এফসিপিএস পরীক্ষা

- সংগৃহীত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি পরীক্ষা ‘এফসিপিএস’ স্থগিত করা হয়েছে। রোববার বিসিপিএস’র কাউন্সিলরদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিসিপিএস’র ইতিহাসে এই প্রথম এফসিপিএস পরীক্ষা স্থগিত করা হলো।

এর আগে দেশব্যাপী চলমান কোনো অচলাবস্থায়ও (হরতাল, অবরোধ, ঘেরাও ইত্যাদি) বিসিপিএস’র এফসিপিএস পরীক্ষা বন্ধ বা স্থগিত করা হয়নি। বিসিপিএস’র কাউন্সিলরদের বৈঠকে পরীক্ষার যে তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে ঠিক ওই তারিখ ও সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করেনানা ভাইরাস মহামারীর কারণে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিপিএস’র জুলাই ২০২০ সেশনের সকল পরীক্ষা (এফসিপিএস ১ম পর্ব, এফসিপিএস ২য় পর্ব (শেষ পর্ব), প্রিলিমিনারী এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস (সাব স্পেশালিটি) এবং এমসিপিএস স্থগিত করা হলো।’

অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বিজ্ঞীপ্ততে আরো বলেন, ‘জুলাই ২০২০ সেশনের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীরা একই রেজিস্ট্রেশন দিয়ে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়াও এই সেশনের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীরা, তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে কলেজের নিয়মানুযায়ী তা করতে পারবেন। এফসিপিএস (সাব-স্পেশালিটি) পরীক্ষার্থীদের মধ্যে যারা ইতিমধ্যে থিসিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরবর্তী পরীক্ষার জন্য তার বৈধতা থাকবে।’

রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত বিসিপিএসের ইসি কমিটির বৈঠকে পরীক্ষা কমিটির সুপারিশ পর্যালোচনা করা হয়। ইসি কমিটির ৭ সদস্যের ঘণ্টাব্যাপী এ পর্যালোচনা শেষে হয় কাউন্সিলরদের বৈঠকে। ওই বৈঠকে পরীক্ষা স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। ২০ সদস্যের কাউন্সিলরদের মধ্যে রোববার ১৭ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত তিনজনের মধ্যে বঙ্গবন্ধু মেডিকেলের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া মারা গেছেন।

উল্লেখ্য, বিসিপিএসের ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম এফসিপিএস পরীক্ষা স্থগিত করা হলো।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল