০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


করোনাভাইরাসে ৮১ শতাংশ রোগী মৃদুভাবে আক্রান্ত হয়েছে

করোনাভাইরাসে ৮১ শতাংশ রোগী মৃদুভাবে আক্রান্ত হয়েছে - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস কোভিড-১৯’এ আক্রান্ত ৮১ শতাংশ রোগীই মৃদুভাবে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া, রোগ থেকে পুরোপুরি সেরেও উঠেছেন। চীনের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের চালানো করোনাভাইরাস নিয়ে চালানো এ যাবত কালের সবচেয়ে বড় স্বাস্থ্য-সমীক্ষায় বলা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত স্বাস্থ্য-সমীক্ষা বলা হয়েছে, চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত চীনে এ রোগে ৪৪, ৬৭২ জন আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়। মৃদু আক্রান্তদের ক্ষেত্রে নিউমোনিয়া এমনকি মৃদু নিউমোনিয়াও দেখা দেয় নি। নিউমোনিয়াকে ফুসফুসের সংক্রমণ হিসেবে গণ্য করা হয়।

মৃদু ছাড়াও এ রোগে আক্রান্তদের আরো দুই ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলও মারাত্মক এবং সংকটাপন্ন। শ্বাসকষ্ট বা ফুসফুসের সংকট দেখা দিলে তাকে মারাত্মক হিসেবে ধরা হয়। অন্যদিকে সংকটাপন্ন বলতে রোগীর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস চালাতে ব্যর্থ হওয়াকে বোঝানো হয়।

মৃদু আক্রান্ত বেশির ভাগ রোগীই পুরোপুরি সেরে ওঠেন। তাদের মধ্যে সাধারণ ফ্লুর মতো লক্ষণ দেখা দেয়। তবে এ সব রোগী ভিন্নভাবে হুমকি হয়ে ওঠেন বলে এ সমীক্ষায় বলা হয়েছে। এরা তেমন সতর্ক থাকেন না এবং রোগ ছড়ানোর বাহক হয়ে ওঠেন। ফলে এরা অজান্তেই অনেককে ঝুঁকির দিকে ঠেলে দেন। এদিকে ভিন্ন আরেক খবরে বলা হয়েছে, চীনে সেরে ওঠা রোগীদের ১৪ শতাংশ দ্বিতীয় দফা করোনায় আক্রান্ত হয়েছেন। (পার্সটুডে)


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল