১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’

গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ - ছবি : আল-জাজিরা

গাজার বাসিন্দারা আমাকে প্রথম যেটা বলেছেন, ‘আমাদের খাবার চাই’ বলে জানিয়েছেন ইউনিসেফের মুখপাত্র।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসঙ্ঘের শিশু তহবিলের মুখপাত্র জেমস এল্ডার বলেছেন যে- গাজায় তিনি যার মুখোমুখি হন তার কাছ থেকে একটিই বার্তা পান, তা হলো- ‘আমাদের খাবার চাই’।

ডেমোক্রেসি নাও-এর সাথে এক সাক্ষাত্কারে দক্ষিণ গাজার রাফাহ থেকে এল্ডার বলেন, ‘তারা আমার কাছে এই একটি কথাই বলতে চায়।’

তিনি আরো বলেন, ‘তারা এটা বলছে কারণ তাদের অনুমান বিশ্ব জানে না, বিশ্ব জানলে কিভাবে এটি ঘটতে দেয়া হচ্ছে?’

এদিকে বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা ও নগর নীতি বিষয়ক মন্ত্রী ক্যারোলিন জেনেজ বলেছেন, ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখতে হবে এবং গাজার ‘বেসামরিক ও শিশুদের ক্ষুধার্ত হওয়া বন্ধ করতে হবে’।

একই কথা বলেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আইসিজে গাজা ভূখণ্ডে ইসরাইলকে খাদ্য, পানি, জ্বালানি চিকিৎসা সরবরাহসহ মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার ‘অবাধ প্রবেশ’ নিশ্চিত করতে ‘বিলম্ব না করার’ জন্য বলেছে।

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ চলমান এ হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরো ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় আহত হয়েছেন আরো ৯৩ জন।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭৫ হাজার ৯২ জন আহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল আজই শাহবাগ থেকে অবরোধকারীদের সরিয়ে দিলো পুলিশ নারী নির্যাতন মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন অভিযোগকারী বড়াইগ্রামের আগুনে পুড়ল ৫০ বিঘা জমির পান বরজ পাবনায় অফিসে ঢুকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি, ঠিকাদারসহ গ্রেফতার ২ হিন্দু জাতীয়তাবাদ যেভাবে ভারতের রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠল ইসলামী সমাজ ব্যবস্থা গড়তে ঘরে ঘরে দাওয়াত পৌছে দিতে হবে : মিয়া গোলাম পরওয়ার সরকারি প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে এলে কতটা লাভবান হবে? পুলিশের অভিযানে গুলিসহ পিস্তল উদ্ধার ব্যর্থতার পিছে পিছে সাফল্য আসে : কাদের সিদ্দিকী আগস্টে ৩ দিনের ফোবানা সম্মেলন

সকল