১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


গাজায় ইসলামিক জিহাদ কমান্ডার নিহত

গাজায় ইসলামিক জিহাদ কমান্ডার নিহত - ছবি : সংগৃহীত

গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি গ্রুপ ইসলামিক জিহাদের কমান্ডার আল ঘালি নিহত হয়েছেন বলে ইসরাইল দাবি করেছে। তিনি রকেট ইউনিটের প্রধান ছিলেন বলে জানা গেছে। গাজায় ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনি মিডিয়ার খবরে বলা হয়, ইসরাইলি বিমান হামলায় খান ইউনুসের একটি আবাসিক কমপ্লেক্সের টপ ফ্লোরে আঘাত হানে। তাতে ইসলামিক জিহাদ কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হয়।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পরে আলী ঘালির নিহত হওয়ার খবর নিশ্চিত করে। বৃহস্পতিবার ফজরের সময় ইসরালি হামলায় রকেট নিক্ষেপকারী বাহিনীর এই কমান্ডার নিহত হন বলে জানানো হয়েছে।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার সাতজন নিহত হয়। এর আগে মঙ্গলবার নিহত হয় ১৫ জন।

পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন জানিয়েছে, বুধবার নিহতদের মধ্যে তাদের চার যোদ্ধা রয়েছে।
এছাড়া লায়ান মধুক নামের এক ১০ বছরের ফিলিস্তিনি বালিকাও নিহত হয়েছে। গাজা সিটিতে তার বাড়িতে বিস্ফোরণ ঘটলে সে নিহত হয়।

আল জাজিরার ইয়ামনা আল সাইয়েদ গাজা সিটি থেকে জানান, প্রবল উত্তেজনা বিরাজ করছে। দোকানপাট, স্কুল, সরকারি-বেসরকারি স্থাপনা- সবকিছুই বন্ধ রয়েছে। লোকজন খুব কমই ঘরের বাইরে যাচ্ছে।

গাজাভিত্তিক লেখক রানা শুবাইর বলেন, ইসরাইলি হামলায় সবাই অবাক হয়ে গেছে। সবাই ঘুমিয়ে ছিল। তখনই হঠাৎ করে বিস্ফোরণ ঘটে।

ইসরাইলি কর্মকর্তারা বলছেন, বুধবার গাজা থেকে চার শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। তারা জানায়, বেশির ভাগ রকেটই উন্মুক্ত এলাকায় ভূপাতিত করা হয়েছে। তবে এক তৃতীয়াংশ ভুলপথে গিয়ে গাজার ভেতরেই পতিত হয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে : আইজিপি বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে : রেলপথমন্ত্রী বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’ ধর্ষণ মামলা থেকে মুক্তি মেলার পর বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন লামিচানে গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ গাজীপুরে ব্যবসায়ীর আত্মহত্যা

সকল