মধ্যপ্রাচ্য থেকে অত্যাধুনিক জঙ্গিবিমান এশিয়া ও ইউরোপে সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ মার্চ ২০২৩, ২০:৫৯, আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০৪:৪২
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে অত্যাধুনিক জঙ্গিবিমান এশিয়া ও ইউরোপে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। চীন ও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক বিমানের বদলে পুরনো এ-১০ অ্যাটাক বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের নৌ ও সেনাবাহিনীর উপস্থিতিও কমিয়ে আনবে। বৃহত্তর একটি পরিকল্পনা অংশ হিসেবে এসব পদক্ষেপ কার্যকর করার কাজ আগামী মাসেই শুরু হবে।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জার্নালকে বলেন, বৈশ্বিক শক্তি ব্যবস্থাপনা প্রক্রিয়া একটি গতিশীল বিষয়। প্রতিরক্ষামন্ত্রী আমাদের বাহিনীর প্রতি হুমকি এবং আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন।
প্রতিবেদনটিতে বলা হয়, অনেক মার্কিন কর্মকর্তা অত্যাধুনিক জঙ্গিবিমানের বদলে এ-১০ বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, এটা মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক শক্তিকে দুর্বল করবে।
মার্কিন বিমান বাহিনীর এ-১০ বিমান 'ট্যাংক কিলার' হিসেবে পরিচিত।
বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ল্যারি স্টুটজরিম বলেন, অনেক বেশি হুমকি থাকা প্যাসিফিকে সবচেয়ে ভালো বিমান পাঠানো যৌক্তিক সিদ্ধান্ত।
ভষ্যিতে তাইওয়ান প্রশ্নে যেকোনো সঙ্ঘাতে চীনকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র এশিয়া প্যাসিফিকে সামরিকজোট বাড়ানোর কাজও করছে।
সূত্র : আল জাজিরা