২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সৌদিতে যাওয়ার অনুমতি পেল না ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

সৌদিতে যাওয়ার অনুমতি পেল না ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী - ছবি : সংগৃহীত

সৌদি আরব দেশটিতে আয়োজিত জাতিসঙ্ঘের একটি সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে যোগ দেয়ার অনুমতি দেয়নি। রিয়াদ তার নিরাপত্তার বিষয়ে ‘গুরুতরভাবে আলোচনা’ করতে অসম্মতি জানানোয় এ সিদ্ধান্ত।

সোমবার তিন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এই সপ্তাহে সৌদিতে আয়োজিত জাতিসঙ্ঘের বিশ্ব পর্যটন সংস্থার সম্মেলনে যোগদানের জন্য প্রস্তুত ছিলেন কোহেন। এটি এমন একটি সফর যার মাধ্যমে সৌদি আরবে ইসরাইলি মন্ত্রীর সরকারি পর্যায়ে প্রথম সফর হিসেবে চিহ্নিত হতো।

ইসরাইলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে বলেছেন, সৌদি আরব জাতিসঙ্ঘের এ সম্মেলনে কোহেনের যোগ দেয়ার অনুমতি দিয়েছিল। কিন্তু যখন তার নিরাপত্তার বিস্তারিত ব্যবস্থা করার সময় হয় তখন সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশ করে যে এটি ‘স্পষ্ট হয়ে গেছে যে সৌদিরা একটি গুরুতর আলোচনা করতে যাচ্ছে না’।

ইসরাইলি কর্মকর্তারা আরো বলেন, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কোহেন তার এজেন্ডা থেকে সফরটি সরিয়ে নিয়েছেন।

জাতিসঙ্ঘের এই ইভেন্ট সৌদি আরবের আল-উলা নামক গ্রামে অনুষ্ঠিত হচ্ছে, যেটিকে রিয়াদ একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করতে কাজ করছে।

উল্লেখ্য, চীন সরকারের সহায়তায় কয়েক দিনের আলোচনার পর গত শুক্রবার ইরান ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement