২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড

বর্তমানে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ তিনি

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান পেয়েছেন আফশিন ইসমাঈল কাদেরজাদেহ। - ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান পেয়েছে ইরানি এক যুবকের নাম। তার নাম আফশিন ইসমাঈল কাদেরজাদেহ।

২০ বছর বয়সী কাদেরযাদেহর দৈহিক উচ্চতা ৬৫.২৪ সেন্টিমিটার অর্থাৎ ২ ফিট দেড় ইঞ্চির একটু বেশি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী আফশিনই জীবিত সবচেয়ে খাটো মানুষ। এবং গিনেজ রেকর্ডের অনুসন্ধান তালিকায় তিনি চতুর্থ খাটো মানুষ।

আফশিনের পূর্ববর্তী শিরোপাধারী ছিলেন এডুয়ার্ড হার্নান্দেজ। ৩৬ বছর বয়সী কলম্বিয়ান নাগরিক হার্নান্দেজের উচ্চতা ছিল ৭০.২১ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুট সাড়ে ৩ ইঞ্চির মতো। ২০১০ সালে তিনি ওই শিরোপা লাভ করেন। এবার ইরানি যুবক কাদেরজাদেহ হার্নান্দেজের রেকর্ড ভাঙলেন। হার্নান্দেজের ‍তুলনায় আফশিন ৭ সেন্টিমিটার খাটো।

বৃহস্পতিবার দুবাইতে আফশিনকে ওই স্বীকৃতি দেয়া হয়েছে।

স্বীকৃতি পেয়ে আফশিন কাদেরজাদেহ তার প্রতিক্রিয়ায় বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পরিবারের অংশ হতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো।

উত্তর-পশ্চিম ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান শহরের একটি গ্রামের বাসিন্দা আফশিন কাদিরজাদেহ। তিনি কুর্দি ও ফারসি উভয় ভাষায় কথা বলতে পারেন।

জন্মের সময় তার ওজন ছিল ৭০০ গ্রাম (দেড় পাউন্ড)। বর্তমানে তার ওজন প্রায় সাড়ে ছয় কেজি (১৪.৩ পাউন্ড)।

তার সারাদিন কাটে কার্টুন দেখে। তবে সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‍যুক্ত হয়েছেন। তার এক বন্ধু তাকে ইনস্টাগ্রামে তার অনুসারিদের সাথে যোগাযোগের ব্যাপারে সহায়তা করে থাকে।

সূত্র : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডটকম, পার্সটুডে


আরো সংবাদ



premium cement

সকল