২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গাজায় ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭

গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে পৌঁছেছে।

তাদের দাবি, গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত ৪৭ জনের মধ্যে ১৬ জন শিশু ও চারজন নারীও রয়েছেন।

অন্যদিকে ইসরাইলি বাহিনীর দাবি, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তিন দিনে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে এক হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

তারা জানায়, ফিলিস্তিনে তাদের হামলায় ৩০ জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে দুজন হামাস নেতা ও বেশ কয়েকজন আন্দোলনকারী বলেও তারা দাবি করে।

তারা আরো দাবি করে, ফিলিস্তিনি প্রতিরোধকারীরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৬ জনের প্রাণহানি হয়েছে।

তবে এবারের সংঘর্ষে কোনো ইসরাইলি নিহত বা গুরুতর আহত হয়নি বলে তারা জানায়।

উল্লেখ্য, গত রোববার রাতে হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটে।

সূত্র : এপি/ইউএনবি


আরো সংবাদ



premium cement