১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


ভারত সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী

নাফতালি বেনেত ও নরেন্দ্র মোদি - ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এপ্রিলে ভারত সফরে যাচ্ছেন। শনিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ভারত ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছর উদযাপনের লক্ষ্যে এই সফর করছেন বেনেত।

বিবৃতিতে বলা হয়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এপ্রিলের শুরুতে প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ভারতে সফরে যাচ্ছেন।’

বিবৃতিতে জানানো হয়, ‘এই সফর দুই দেশের ও নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে এবং ইসরাইল ও ভারতের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উদযাপিত করবে।’

পরে জানানো হয়, ২ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন বেনেত।

এর আগে ২০১৭ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলে সফর করেন। এর এক বছর পরেই তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারত সফর করেন।

২০০৩ সালে প্রথম ইসরাইলি নেতা হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু ভারত সফর করেন।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement