১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ট্রাম্পের নীতিই অনুসরণ করছেন বাইডেন

আমেরিকার ওপর নির্ভর করা যায় না : ইরান

 আমেরিকার ওপর নির্ভর করা যায় না -ইরান-পরমাণু সমঝোতা-মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ট্রাম্পের নীতিই অনুসরণ করছেন বাইডেন -

ইরান ইস্যুতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি অনুসরণ করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে আমেরিকার ওপর কোনোভাবেই আস্থা রাখা যায় না।

গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে একথা বলেছেন। ইরানের ওপর নতুন করে মার্কিন অর্থমন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপের পর এক প্রতিক্রিয়ায় খাতিবজাদে একথা বলেন।

তিনি বলেন, ২০১৫ সাল সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বললেও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সৃষ্টির নীতিই অনুসরণ করছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা আরোপের এই নীতি তাদের দাবির সাথে সাংঘর্ষিক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরান ইস্যুতে এখনো ট্রাম্পের নীতি অনুসরণ করে চলেছে
খাতিবজাদে বলেন, একটি প্রশাসন পরমাণু সমঝোতায় ফেরার কথা বলছে আবার তারা চাপ প্রয়োগের অংশ হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করছে। এটি একদিকে সাংঘর্ষিক পদক্ষেপ, অন্যদিকে এর মাধ্যমে তেহরানের কাছে এই বার্তা যাচ্ছে যে, মার্কিন প্রশাসন মোটেই বিশ্বাসযোগ্য নয়।

সাঈদ খাতিবজাদে বলেন, মার্কিন বর্তমান প্রশাসন ইরান সম্পর্কে মোটেই বাস্তবতা বোঝার চেষ্টা করছে না। বেআইনি এবং নিষ্ঠুর নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে আমেরিকা অতীতেও কিছু অর্জন করতে পারে নি, এখনো পারবে না। বরং অতীতের মতোই তা ব্যর্থ হবে। মার্কিন চাপের কারণে ইরান তার জনগণের শান্তি ও নিরাপত্তা রক্ষার পথ থেকে সরে আসবে না।

ইরানের ড্রোন কর্মসূচির সাথে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে গতকাল নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। পরমাণু সমঝোতায় ফিরে আসা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে যখন মার্কিন প্রশাসন আন্তরিক প্রচেষ্টা চালানোর দাবি করছে যখন তখন এই পদক্ষেপ নিল মার্কিন অর্থ মন্ত্রণালয়।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
ধনবাড়ীতে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে আসামি যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে : আইজিপি বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে : রেলপথমন্ত্রী বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’ ধর্ষণ মামলা থেকে মুক্তি মেলার পর বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন লামিচানে গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ

সকল