০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


সৌদি আরবে সবুজায়নে লাগানো হয়েছে ১ কোটি গাছ

সৌদিতে সবুজায়নে গাছ লাগানো হচ্ছে - ছবি : আরব নিউজ

সৌদি আরবে মরুকরণ রোধে ও সবুজায়নে দেশটির ১৬৫ স্থানে এক কোটি গাছ লাগানোর অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়েছে। গত বছরের অক্টোবরে সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় ও দেশটির জাতীয় সবুজায়ন কেন্দ্রের উদ্যোগে সৌদি আরবে এই সবুজায়ন অভিযান কর্মসূচি শুরু হয়।

'লেটস মেক ইট গ্রিন' (চলুন সবুজায়ন করি) শীর্ষক এই গাছ লাগানোর অভিযান দেশটির ১৩টি প্রদেশেই সম্পন্ন হয়েছে। ২৬ লাখ গাছ লাগিয়ে কর্মসূচিতে শীর্ষ স্থান করে নিয়েছে সৌদি আরবের আল-শারকিয়া প্রদেশ। অভিযানে মদীনায় ২১ লাখ গাছ, মক্কায় ১৩ লাখ, জাজান ও রিয়াদে ১০ লাখ, কাসিম প্রদেশে চার লাখ ৬২ হাজার আর আসির প্রদেশে দুই লাখ ৭০ হাজার গাছ লাগানো হয়েছে।

এছাড়া বাহা প্রদেশে তিন লাখ, উত্তর সীমান্ত প্রদেশে এক লাখ ৪২ হাজার, জোউফে এক লাখ ১৩ হাজার, হাইলে ৮৫ হাজার, তাবুকে ৭৫ হাজার আর নাজরানে ৫২ হাজার গাছ লাগানো হয়।

সৌদি আরবের জাতীয় সবুজায়ন কেন্দ্রর প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ আল আবদুল কাদের বলেন, এই গাছ লাগানোর অভিযানে ওই সব এলাকায় গাছ লাগানো হয়েছে, যে সব এলাকায় পশুচারণ, গাছ কাটা, গাছ উপড়ানো ও শহরায়নের কারণে গাছপালা কম এবং পরিবেশগত বিপর্যয় হয়েছে।

তিনি আরো বলেন, এ গাছ লাগানোর অভিযানে সৌদি আরবের দেশীয় প্রজাতির গাছগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। যাতে করে এ গাছগুলো সৌদি আবহাওয়ায় মানিয়ে নিতে পারে এবং কম সেচের প্রয়োজন হয়।

এসব গাছগুলোর সেচের জন্য ব্যবহৃত পানি বা সমুদ্রের পানিকে পরিশোধন করে ব্যবহার করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে মন্ত্রণালয়।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement