১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ট্রাম্প-পুতিনের সহায়তায় ক্ষমতায় টিকে থাকলেন নেতানিয়াহু

- ছবি : সংগৃহীত

মার্কিন ও রুশ প্রেসিডেন্টের নতুন সমর্থনে উজ্জীবিত ইসরাইলের দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী সাধারণ নির্বাচনে ক্ষমতায় থাকার জন্য পার্লামেন্টে প্রয়োজনীয়সংখ্যক আসন লাভে সক্ষম হয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী বেনি গানতজ তার বিরুদ্ধে ব্যাপক চ্যালেঞ্জ গড়ে তুলতে সক্ষম হন। ফলে নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তবে নেতানিয়াহু পরবর্তী সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন লাভে সক্ষম হয়েছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের মামলা থাকা সত্ত্বেও বিশ্বের দুই প্রধান শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়েই তার প্রতি সমর্থন ব্যক্ত করে। নেতানিয়াহু তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে জনগণের দৃষ্টি অন্যত্র ফেরাতে পররাষ্ট্রসংক্রান্ত বিষয়গুলোর ওপর গুরুত্ব দেন। প্রথমত তিনি ইসরাইলের বিরুদ্ধে ইরানি হুমকিকে বড় করে দেখান।

নির্বাচনের প্রাথমিক অবস্থা দেখে মনে হয়েছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন পাবেন না; কিন্তু প্রাথমিক ফলাফলে দেখা গেল যে, নেতানিয়াহু সরকার গঠনের দরকারি আসন লাভে সক্ষম হয়েছেন, ইসরাইলি টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে।

নেতানিয়াহুর লিকুদ ও গানতজের ব্লু অ্যান্ড হোয়াইট দল উভয়ে নেসেটের ৩৫টি করে আসন পেয়েছে। শুক্রবার চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহু ও তার উগ্র ডান মিত্ররা ৬৫টি আসন পাবেন আর গানতজ ও তার মিত্ররা পাবেন ৫৫টি আসন। এর ফলে নেতানিয়াহু ইসরাইলের দীর্ঘতম প্রধানমন্ত্রী হবেন। তিনি সরকার গঠন নিয়ে ইতোমধ্যে মিত্রদের সাথে আলোচনা শুরু করেছেন। দুর্নীতির নানা অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠ আসন লাভে সক্ষম হয়েছেন।

ট্রাম্প মার্কিন দূতাবাস জেরুসালেমে স্থানান্তর করে ও গোলান মালভূমির ওপর সিরিয়ার স্বার্বভৌমত্বের স্বীকৃতি দিয়ে যেমন নেতানিয়াহুকে টিকে থাকতে সহায়তা করেছেন তেমনি পুতিনও তাকে ক্ষমতায় বহাল থাকতে সহায়তা করেছেন। পুতিন ২০১৫ সাল থেকে নেতানিয়াহুর সাথে ১১ দফা সাক্ষাৎ করেছেন।


আরো সংবাদ



premium cement
ধনবাড়ীতে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে আসামি যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে : আইজিপি বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে : রেলপথমন্ত্রী বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’ ধর্ষণ মামলা থেকে মুক্তি মেলার পর বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন লামিচানে গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ

সকল