০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ইয়েমেন যুদ্ধ : আবু ধাবির যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে মামলা

যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান - ছবি : আনাদোলু এজেন্সি

আবু ধাবির যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে মামলা হয়েছে। প্যারিসভিত্তিক একটি মানবাধিকার গ্রুপ বুধবার জানিয়েছে, মামলায় তারা ধ্বংসাত্মক ইয়েমেন যুদ্ধে ভূমিকা রাখার দায়ে যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিরুদ্ধে ফৌজদারী অপরাধের অভিযোগ এনেছেন।

ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর ডিফেন্স অব রাইটস অ্যান্ড ফ্রিডম (এআইডিএল) নামে এ গ্রুপটির একজন আইনজীবী জোসেফ ব্রেহাম সাংবাদিকদের জানিয়েছে, ইয়েমেনযুদ্ধে অমানবিক পদক্ষেপ ও রক্তপাতের অভিযোগে যুবরাজের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

মামলাটি এমন সময় করা হলো যখন যুবরাজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে বৈঠকের জন্য প্যারিস রয়েছেন। যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আরব আমিরাত সশস্ত্র বাহিনীর সেকেন্ডে-ইন-কমান্ডও।

জায়েদের বিরুদ্ধে মামলায় কোনো ইয়েমেনি বাদি নেই উল্লেখ করে ব্রেহাম জানান, অভিযোগে ইয়েমেনে চলমান এ দ্বন্দ্বের জন্য যুবরাজকে দায়ী করা হয়েছে।

২০১৪ সালে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের অনেক এলাকা নিয়ন্ত্রণ নিলে এ সংঘাতের সূচনা হয়।

২০১৫ সালে এ সংঘাত মারাত্মক আকার ধারণ করে যখন সৌদি আরব ও তার সুন্নি-আরব মিত্ররা হাউছিদের বিরুদ্ধে ধ্বংসাত্মক অভিযান চালায়। তাদের লক্ষ্য ছিল এসব অঞ্চলে পূর্বের শাসকদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা।

ধারণা করা হয়, এ যুদ্ধে সাধারণ ইয়েমেনীসহ হাজার হাজার মানুষ মারা গেছেন। ধ্বংস হয়ে গেছে দেশটির মৌলিক কাঠামো।


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল