১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


হজে অংশ নিতে পারছে না কাতারিরা

-

রিয়াদের সঙ্গে দোহার তিক্ত কূটনৈতিক সম্পর্কের কারণে কাতারের নাগরিকরা এবারে সৌদি আরবে হজে অংশ নিতে পারছে না। খবর এএফপি’র।
সরকারের এক কর্মকর্তা জানান, এ বছর হজ পালনে কাতারবাসীর জন্যে কোনো সুযোগ থাকছে না।
হজ পালনে ইচ্ছুক কাতারের নাগরিকদের রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে এবং সৌদি আরবে কোন কূটননৈতিক মিশন না থাকায় কাতারের বাসিন্দাদের কোন ভিসার নিশ্চয়তাও দেয়া যাচ্ছে না।
এক বছরের বেশি সময় ধরে কাতার ও সৌদি আরবের মাঝে বৈরিতা চলছে। রিয়াদ কাতারের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে এবং প্রতিবেশি কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও ফাটল ধরেছে।
তবে সৌদি কর্তৃপক্ষ বলেছে, তারা হজ পালনে কাতারের নাগরিকদের স্বাগত জানাচ্ছে। সৌদি আরবের পবিত্র নগরীগুলোতে কাতারের নাগরিকেরা প্রবেশ করতে পারছে না গত সপ্তাহে এ ধরণের অভিযোগ তারা অস্বীকার করছে।
কাতারের কর্মকর্তা জানান, সীমান্ত বন্ধ এবং দুদেশের মধ্যে কূটনীতিক মিশন নাই। এছাড়া দুই দেশের মাঝে সরাসরি বিমান চলাচল না থাকার অর্থ হলো কাতারের নাগরিকরা হজ পালনে যেতে পারবে না।
উল্লেখ্য, সৌদি জোট ২০১৭ সালের জুনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিণ্ন করে।


আরো সংবাদ



premium cement