২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হাইকোর্টে ঢাকাসহ ৬ জেলার ২৪৭ বিএনপি নেতাকর্মীর জামিন

২৪৭ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন নেয়ার পর আদালত থেকে বেরিয়ে আসছেন তাদের আইনজীবীরা। - ছবি : নয়া দিগন্ত

ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ জেলায় নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ২৪৭ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বিএনপি নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাদেরকে স্ব স্ব দায়রা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মো: কামাল হোসেন, মাহবুবুর রহমান খান, মাহদীন চৌধুরী প্রমুখ।
তাদেরকে সহায়তা করেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ, জহিরুল ইসলাম সুমন, দেওয়ান রিপন, জহিরুল ইসলাম মুকুল, কে আর খান পাঠান, রুকনুজ্জামান সুজা, নুরুল হুদা, মাকসুদ উল্লাহ, সাগর হোসেন, নুরে আলম সিদ্দিকী, শাহিন হোসেন, রাহেমীন চৌধুরী, অ্যাড. ডাবলু, রবিউল আলম সৈকত, উজ্জল হোসেন, শেখ জুলফিকার আলম শিমুল, মু: কাইয়ুম, আতিকুর রহমান সোহান, অ্যাডভোকেট টিটু, মো: জিয়াউর রহমান প্রমুখ।

আইনজীবীরা জানান, জামিনপ্রাপ্তদের মধ্যে ঢাকা জেলায় দায়েরকৃত রাজনৈতিক মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকসহ ১১৫ জন বিএনপি নেতাকর্মীকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। এছাড়া নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার আরো ১৩২ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ জেলায় দায়ের করা পৃথক রাজনৈতিক মামলায় ২৪৭ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলাগুলোর আইনগত ভিত্তি নেই। আদালতে আমাদের আবেদনে এসব বিএনপি নেতাকর্মীকে আজ জামিন দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সকল