২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জবাব দাখিলের জন্য সময় চাইলেন শাজাহান খান

শাজাহান খান - ফাইল ছবি

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জবাব দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন।

রোববার ঢাকার যুগ্ম জেলা জজ-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য্যরে আদালতে শাজাহান খানের পক্ষে তার স্বাক্ষরিত ওকালতনামাসহ তার আইনজীবী আদালতে হাজির হয়ে জবাবের জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে সময় আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর ২০১৯ পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব।’ যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

শাহজাহান খানের এই বক্তব্যকে মিথ্যাচার দাবি করে তা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। কিন্তু শাজাহান খান তার এ বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনা করেননি।

শাজাহান খান ক্ষমা না চাওয়ায় বা তার বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশ করতে না পারায় গত ১২ মানহানির অভিযোগে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি গ্রহণ করে শাহজাহান খানকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন। সেমতে রোববার শাহজাহান খানের স্বাক্ষরিত ওকালতনামাসহ তার আইনজীবী মো: আব্দুর রহমান হাওলাদার জবাব দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন।


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল