০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


‘গায়েবী মামলায়’ খন্দকার মাহবুব হোসেনসহ ৫ আইনজীবীর জামিন

-

রাজধানীর মিরপুর থানার দুই ও পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার অভিযোগে (গায়েবী) মামলায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনসহ অন্যান্য আইনজীবীদের জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সেশন জজ ইমরুল কায়েসের আদালতে হাজিরা দেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান, নিতাই রায় চৌধুরী, ফেরদৌস আক্তার ওয়াহিদা ও তৌহিদুল ইসলাম।

তাদের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের শুনানিতে ছিলেন আইনজীবী ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, মাসুদ রানা, মাহবুবুর রহমান দুলাল।

এর আগে এসব মামলায় তারা প্রয়োজনীয় সার্টিফায়েড কপিসহ আদালতে হাজিরা দেন এবং বেলবন্ড দাখিল করেন।

এ বিষয়ে মাসুদ রানা বলেন, হাইকোর্টের আদেশে মিরপুর ও পল্টন থানায় দায়ের করা গায়েবী মামলার মূল এফআইআর, চার্জশিটসহ সংশ্লিষ্ট নথিপত্রের নকলসহ হাজিরা দিতে বলা হয়েছে। সে অনুযায়ী গত দুটি তারিখে হাজিরা দেয়ার পর আজ মামলার মূল নথিসহ আইনজীবীরা হাজিরা দেন। আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন দেন।


আরো সংবাদ



premium cement