১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ইয়াবাসহ গ্রেফতারকৃত পুলিশ কারাগারে

- ফাইল ছবি

ইয়াবাসহ গ্রেফতারকৃত মিরপুর মডেল থানার পুলিশ কনস্টেবল কবির হোসেনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। তাকে মিরপুর মডেল থানার এস.আই বজলার রহমান সি.এম.এম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন।

ঢাকার মহানগর হাকিম মোঃ মিল্লাত হোসেন শুনানি শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ প্রতিবেদন বলা হয়, গত সোমবার রাতে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো সময় র‌্যাব সংবাদ পায় যে মিরপুর মডেল থানাধীন বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেইন গেটের সামনে কিছুসংখ্যক লোক মাদক বিক্রি করেছে। র‌্যাব সেখানে অভিযান চালিয়ে কবির হোসেনকে হাতেনাতে আটক করে। এরপর তার জিন্স প্যান্ট থেকে ৬ টি ইয়াবা জব্দ করে।

ঘটনার পরদিন (মঙ্গলবার) তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করেন র‌্যাব-০৪ পুলিশ পরিদর্শক কবির উদ্দিন সরকার। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিন না দিয়ে কারাগারে আটক রাখার আর্জি জানায়।

শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে ছাড়পত্র নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে প্রেরণ করা হবে।  


আরো সংবাদ



premium cement