১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


কুরিয়ারের প্যাকেটে বিড়াল

-

কুরিয়ারের প্যাকেটে মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্য থেকে হাজার মাইল দূরে ক্যালিফোর্নিয়ায় চলে যায় একটি পোষা বিড়াল। জানা গেছে, উটাহর একটি পরিবার অ্যামাজনের মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় একটি প্যাকেট পাঠিয়েছিল। ভুলে সেই প্যাকেটে ঢুকে যায় তাদের পোষা বিড়াল ‘গ্যালিনা’।
জানা গেছে, গ্যালিনা চলতি মাসের শুরুতে হঠাৎ উটাহর বাসা থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারটি বিভিন্ন জায়গায় খুঁজেও বিড়ালটিকে পাচ্ছিল না। অবশেষে নিখোঁজ হওয়ার সপ্তাহখানেক পর অ্যামাজনের এক কর্মী গ্যালিনাকে উদ্ধার করেন। কয়েক দিন প্যাকেটবন্দী থেকে খাবার বা পানি না খেয়েও বিড়ালটি সুস্থ আছে।
কিভাবে গ্যালিনা প্যাকেটবন্দী হলো সে ব্যাপারে এর মালিক ক্যারি ক্লার্ক গণমাধ্যমকে বলেন, গ্যালিনা বক্স খুব পছন্দ করে। এটাকে তার ব্যক্তিত্বের একটি অংশ মনে করতে পারেন। ঘটনাক্রমে একটি বড় প্যাকেট থেকে গ্যালিনাকে উদ্ধার করা হয়। কিছু ইস্পাতসামগ্রীর সাথে পোষা বিড়ালটি ওই প্যাকেটে ছিল। সৌভাগ্যক্রমে প্যাকেটটির কিছুটা অংশ খোলা ছিল। ফলে বিড়ালটির নিঃশ্বাস নিতে সমস্যা হয়নি। আবার আবহাওয়া এমন ছিল, যা খুব বেশি ঠাণ্ডা ছিল না বা খুব গরমও ছিল না।
প্যাকেটটি থেকে লাফিয়ে বেরিয়ে এলে অ্যামাজনের কর্মী সেটিকে প্রথম দেখতে পান। সেটিকে উদ্ধারের পর পশুচিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। পরে প্যাকেটের মাইক্রোচিপ স্ক্যান করে এর মালিক ক্লার্কের যোগাযোগের ঠিকানা পাওয়া যায়। পশুচিকিৎসক মালিককে ফোন করে বিড়ালের সার্বিক অবস্থা সম্পর্কে জানান।
ক্লার্ক বলেন, ‘আমি প্রথমে পশুচিকিৎসকের কথায় বিশ্বাস করতে পারছিলাম না। আমি বিষয়টিকে কৌতুক মনে করেছিলাম।’ পরে নিজেদের পোষা বিড়ালটি ফিরিয়ে আনতে ক্লার্ক দম্পতি এক হাজার মাইল পথ উড়াল দিয়ে ক্যালিফোর্নিয়ায় যান। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement
নিক্সন চৌধুরীরর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্লে-অফের ১টি জায়গার জন্য লড়াইয়ে ৩ দল, ধোনি, কোহলি, রাহুলদের কে পাবেন টিকিট? ফরিদগঞ্জে ২৪ ঘণ্টায় ২ জনের আত্মহত্যা মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ৫২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে কেন? মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রাফা অভিযান : ইসরাইলকে সতর্কবার্তা ১৩ পররাষ্ট্রমন্ত্রীর ‘অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই নির্বাচনের পরেও সে কথাই বলেছে যুক্তরাষ্ট্র : ড. মঈন খান ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫ সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, মেসির অবস্থান কোথায়?

সকল