১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


ঘানুশির প্রতি আন্তর্জাতিক সমর্থন

-

তিউনিসিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল আল নাহদার প্রধান ও দেশটির বিরোধীদলীয় নেতা রশিদ ঘানুশিকে গ্রেফতারের প্রথম বার্ষিকী উপলক্ষে তার কারাদণ্ড সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়েছে। ৮২ বছর বয়সী এই বন্দীকে এখন ‘আরব বিশ্বের সবচেয়ে পুরনো বিবেকের বন্দী’ বলে আখ্যায়িত করা হচ্ছে। আলজাজিরা।
ইন্টারন্যাশনাল কমিটি ফর সলিডারিটি উইথ রাশিদ ঘানুশি বলেছে, এই কমিটিতে ‘বিশ্বব্যাপী রাষ্ট্রনায়ক, নারী এবং বুদ্ধিজীবীরা রয়েছেন যারা কারাবন্দী আল নাহদা পার্টির নেতা ও তিউনিসিয়ার পার্লামেন্টের সাবেক স্পিকারের মুক্তির জন্য কাজ করছেন।
কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘রাশিদ ঘানুশিকে ১৭ এপ্রিল, ২০২৩ তারিখে রমজানের ২৭তম রাতে তার বয়স বা অবস্থানের কথা বিবেচনা না করে অন্যায়ভাবে তার বাড়ি থেকে আটক করা হয়েছিল।’
কমিটি বলেছে, ‘তার অপরাধ কী ছিল? বিরোধী ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট আয়োজিত একটি সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি ২৫ জুলাই, ২০২১ সাল থেকে নির্বাচিত পার্লামেন্ট ভেঙে দেয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠান স্থগিত করা এবং সংবিধানের অবৈধ স্থগিতাদেশের সমালোচনা করেছিলেন’।
২০১৯ সালে নির্বাচিত তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের সোচ্চার সমালোচক ঘানুশিকে গ্রেফতারের মাধ্যমে ক্ষমতা কুক্ষিতকরণের অন্যতম ধাপ পূরণ করেন। দমন-পীড়ন ও আইনি সংস্কারের মাধ্যমে প্রেসিডেন্ট হিসাবে তার শাসনকে প্রসারিত করেছেন। সরকারি তিউনিস আফ্রিকা প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, ফেব্রুয়ারিতে বিদেশী তহবিল পাওয়ার অভিযোগে ঘানুশিকে তিউনিসিয়ার আদালত তিন বছরের কারাদণ্ড দেন।
হিউম্যান রাইটস ওয়াচ প্রেসিডেন্ট কাইস সাইদকে ‘ক্ষমতা দখল এবং সমালোচক ও রাজনৈতিক প্রতিপক্ষকে জেলে ঢোকানো এবং দেশের বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণœ করার দায়ে অভিযুক্ত করেছে।
সমালোচকদের মতে তিউনিসিয়া কর্তৃত্ববাদী রাষ্ট্রে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ২০১১ সালের দীর্ঘ সময়ের স্বৈরশাসক জাইনুল আবিদিন বিন আলীর বিরুদ্ধে আন্দোলন ‘আরব বসন্তের’ একটি গুরুত্বপূর্ণ শুরু হিসাবে বিবেচিত ছিল।




আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে সান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের টাকা না দেয়ায় মানববন্ধন চট্টগ্রামে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নিহত ১ ম্যাঙ্গো ক্যালেন্ডারের দ্বিতীয় দিনেও রাজশাহীর বানেশ্বর হাট আমশূন্য ভালুকায় আইসক্রিম কারখানায় রান্নার সময় পাঁচকের মৃত্যু আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের কর্মপরিধি-সময়সীমা বাড়ছে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত হয়নি স্বপ্না হত্যার ঘাতক, স্বজনদের মানববন্ধন বান্দরবানে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ৭ বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা শিবিরে দুঃসংবাদ ইসলাম ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার গাজা যুদ্ধ : বিভক্ত হয়ে পড়েছে ইসরাইলি মন্ত্রিসভা রূপপুরসহ ১০ প্রকল্পে বরাদ্দ ৫২ হাজার কোটি

সকল