১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


চরিত্র বলে দেবে চোখের মণি!

-

চোখের রঙেই লুকিয়ে আছে চরিত্রের গোপন কথা! এমনই দাবি একটি সমীক্ষায়। চোখের রঙকে মূলত তিন ভাগে ভেঙে চরিত্রের বিশ্লেষণ করা হয়েছে ওই সমীক্ষায়।
এতে চোখের যে তিনটি মূল রঙকে চিহ্নিত করা হয়েছে তা হলো বাদামি, কালো ও নীল। এর মধ্যে আপনার চোখের মণির রঙ যদি বাদামি হয়, তবে আপনি কিছুটা বাস্তববাদী। জীবনকে আপনি সচেতনভাবেই দেখেন। তা বলে জীবনের আনন্দ নিতে পিছপা হন না। আপনি হাসিঠাট্টা-আনন্দে থাকতে ভালোবাসেন। আবার আপনার মধ্যে দয়ালু মনোভাবও রয়েছে। আপনি আত্মবিশ্বাসী। তবে নিজের আবেগ গোপন রাখতে পছন্দ করেন।
চোখের রঙ কালো হলে বিশ্বস্ত, দায়িত্ববান, পরিশ্রমী এসব শব্দ আপনার জন্যই তৈরি। তবে একই সাথে আপনি বাস্তববাদীও। যেকোনো পরিস্থিতি সম্পর্কে আগাম অনুমান করে নেয়ার ক্ষমতাও আছে আপনার। আপনি রোমাঞ্চপ্রেমী। ঠাট্টা-মশকরাতেও পটু। মনের কথা খুলে বলতে পছন্দ করেন আপনি।
চোখের রঙ নীল হলে আপনার মধ্যে একটা সহজাত চারিত্রিক লাবণ্য রয়েছে। মানসিকভাবে আপনি খুবই দৃঢ়তার। তবে আপনাকে মানুষ অতি আত্মবিশ্বাসী ভেবে ভুল বুঝতে পারে। আবার অতিরিক্ত লাজুক ভেবেও ভুল করতে পারে। আপনি বুদ্ধিমান ও শান্তিপ্রিয় মানুষ। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement

সকল