১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সিটি করপোরেশন নির্বাচন

কেসিসির আলোচনায় দুই ফটো সাংবাদিক

-

খুলনার নামকরা দুই ফটো সাংবাদিক এবার কেসিসি নির্বাচনে কাউন্সিলর পদে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এতদিন যারা সংবাদপত্রে ছবি ছাপানোর জন্য দিনরাত ব্যস্ত থাকতেন এখন তারাই ছবির ক্যাপশান হচ্ছেন। দুইজনই খুলনার বহুল প্রচারিত স্থানীয় দুটি দৈনিক পত্রিকার প্রধান ফটো সাংবাদিক। একজন আনোয়ারুল ইসলাম কাজল অপরজন রবিউল গাজী উজ্জ্বল। দুইজনই একসময়ের শিল্পনগর খ্যাত খুলনার খালিশপুরের বাসিন্দা। আনোয়ারুল ইসলাম কাজল ১১ নং ওয়ার্ডে ঘুড়ি মার্কা, আর রবিউল গাজী উজ্জ্বল ১২ নং ওয়ার্ডে কাঁটাচামচ মার্কা নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।
দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সহসম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল বলেন, ১১ নম্বর ওয়ার্ডে আমার জন্ম, বেড়ে ওঠা। প্রতিটা ঘরের সাথে আমার পরিচয়। সব শ্রেণীপেশার মানুষ আমাকে চিনে। বিপদ, আপদ, সাহায্য, সহযোগিতায় সাধ্যমতো সবার পাশে থেকেছি। তাছাড়া এলাকার যুব তরুণদের ক্রীড়ামুখী করতে ক্রীড়াসামগ্রী দিয়ে সহযোগিতা করা, শিক্ষাক্ষেত্রে কেউ যাতে পিছিয়ে না থেকে সেজন্য বিভিন্ন কর্মসূচি পালন করা, দুর্যোগ, মহামারীসহ বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোতে সবার পাশে ছিলাম। এলাকাবাসী প্রতি আমার একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে। পেশাগত জায়গা থেকে দুর্যোগকালীন সময়েও জীবনের ঝুঁকি নিয়ে সবার পাশে দাঁড়িয়েছি। সহযোগিতা করেছি। সেজন্য ওয়ার্ডবাসী কাছে আমার দাবি, একটা বার যদি আমাকে সুযোগ দেন তাহলে ১১ নং ওয়ার্ডকে কেসিসির আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

১২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দৈনিক সময়ের খবরের সিনিয়র ফটো সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল বলেন, সমাজের জন্য কিছু করার মানসিকতা নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। উদীয়মান যুব সমাজের নামে সামাজিক, ধর্মীয় ও ক্রীড়াসংক্রান্ত বেশ কিছু কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তিনি এলাকাবাসীর কাছে সুনাম কুড়িয়েছেন। এছাড়া ওয়ার্ডের হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা পেয়েছে।
কাটাচামচ মার্কার উজ্জ্বল বলেন, করোনাকালীন সবাই যখন ঘরে বন্দী তখন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে রোগীর দ্বারে দ্বারে গেছি। মানুষের দুঃখ-দুর্দশায় সব সময় পাশে ছিলাম, আছি এবং থাকব। সেদিক থেকে ওয়ার্ডবাসী আমার কাজের মূল্যায়ন করবেন।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল