০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

রহস্যজনক গর্ত

-

ফসলি জমিতে হঠাৎ তৈরি হচ্ছে একের পর এক রহস্যজনক বড় বড় গর্ত। কোনোটি ১৫ ফুট গভীর। কোনোটি আরো বেশি। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জয়কৃষ্ণপুরের কবিরাজপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, জমিতে কাজ করছিলেন নুর আলম মোল্লা। এ সময় তার নজরে আসে, গভীর একটি গর্ত তৈরি হয়েছে জমিতে। তিনি বলেন, ‘জমিতে এ ভাবে গর্ত তৈরি হলে চাষ করা মুশকিল।’ সামিরুল মণ্ডল, আব্দুল রফিক শেখ, আবদুল্লাহ শেখের মতো কয়েক জন চাষির দাবি, তাদের জমিতেও একই ধরনের গর্ত দেখা গিয়েছে। অন্য এক চাষির দাবি, তার বাড়ির কাছে খামারেও গর্ত তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা পিকু শেখ বলেন, ‘মাঠের প্রায় দুই কিলোমিটার এলাকার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে।’ জিগর আলি শেখ নামে এক প্রবীণের কথায়, ‘এখানে এমন ঘটনা আগে ঘটেনি।’ হাসান মণ্ডল নামে এক চাষি বলেন, ‘রহস্যজনক এসব গর্তের কারণে মাঠে ছাগল-গরু চরাতে যেতে ভয় পাচ্ছেন সবাই।’
এ বিষয়ে জেলার কৃষি কর্মকর্তা সুকান্ত মুখোপাধ্যায় বলেন, ‘প্রচুর পরিমাণ ভূগর্ভস্থ পানি তুলে নেয়া হলে ধস নেমে এ ধরনের গর্ত তৈরির সম্ভাবনা থাকে। এ ছাড়া করোনা-কালে শিয়ালের মতো প্রাণীর সংখ্যা বেড়েছে। তারা রাতে গর্ত তৈরি করে থাকতে পারে। তবে এলাকায় গিয়ে দেখলে বিষয়টি বোঝা যাবে।’ আর এক কৃষি কর্মকর্তা পার্থ ঘোষ বলেন, ‘অনেক সময়ে মাটির তলা দিয়ে পাইপ নিয়ে যাওয়া হলেও গর্ত তৈরি হয়।’ মুকসিমপাড়া পঞ্চায়েতের প্রধান আলিবুদ্দিন শেখ বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনা হয়েছে। তারা গুরুত্ব দিয়ে দেখছেন। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement
ইসির নির্দেশনা অনুযায়ী ‘শিগগিরই’ ওসিদের বদলি শুরু করবে ডিএমপি রিজভীর নেতৃত্বে উত্তরায় মহিলা দলের মিছিল উত্তর-পশ্চিমে অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭ সবার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে গাজায় হামলা চালাতে ইসরাইলকে ভয়াবহ সব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার রাজনৈতিক ভিক্ষুকদের মাধ্যমে চরদখলের আয়োজন করেছে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী এবং বাণিজ্য জাহাজের ওপর হামলা ভারতে বিজেপি বনাম কংগ্রেস : কার নিয়ন্ত্রণে কত রাজ্য দল জিতলেও ঘরের মাঠেই হেরে গেলেন আজহারউদ্দিন চীনের সাথে তাইওয়ানের একীভূত করার চেষ্টা জোরালো করেছেন প্রেসিডেন্ট শি

সকল