সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
মানিকগঞ্জের ঘিওরে ফসলের মাঠে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। পুরো মাঠ এখনো পুরোপুরি হলুদ রঙের প্রলেপ না পড়লেও সপ্তাহ খানেক সময়ের মধ্যেই ছেয়ে যাবে সরিষার দৃষ্টিনন্দন সৌন্দর্যের সমারোহ। কৃষকের পাশাপাশি এলাকার মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এবার সরিষার ভালো ফলন নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকরা। সরিষার সবুজ গাছের হলুদ ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। ফুলে ফুলে মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ সত্যিই যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। দেখে মনে হচ্ছে প্রকৃতিকন্যা গায়ে হলুদবরণ মেখে সেজেছে। মৌসুমের প্রথম সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের মানুষ। তুলছেন ছবি। পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।